‘দিদিভাই খাতা খুলতেই পারবে না’, শুভেন্দুর নাম ঘোষণা হতেই উচ্ছ্বাস নন্দীগ্রামের গেরুয়া বলয়ে

ব্রিগেডে নরেন্দ্র মোদীর সমাবেশের আগের সন্ধ্যায় বিজেপির শুভেন্দুকে প্রার্থী হিসাবে ঘোষণায় কী বলছে নন্দীগ্রামের সাধারণ মানুষ?

'দিদিভাই খাতা খুলতেই পারবে না', শুভেন্দুর নাম ঘোষণা হতেই উচ্ছ্বাস নন্দীগ্রামের গেরুয়া বলয়ে
নন্দীগ্রামে মমতা বনাম শুভেন্দু
Follow Us:
| Updated on: Mar 06, 2021 | 11:20 PM

নন্দীগ্রাম: জল্পনায় দাঁড়ি। লড়াইটা এ বার মমতা (Mamata Banerjee) বনাম শুভেন্দুর (Suvendu Adhikari)। মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন নন্দীগ্রামে দাঁড়িয়ে বলে এসেছিলেন, “কেমন হয় যদি আমি নন্দীগ্রামে লড়ি!”, তখন রাজনৈতিক বিশ্লেষকরা বলেছিলেন, একদা বিশ্বস্ত সৈনিক শুভেন্দুকে কার্যত ওপেন চ্যালেঞ্জ ছুঁড়েছেন প্রাক্তন দলনেত্রী। আজ সরকারিভাবে সেই চ্যালেঞ্জ গ্রহণ করলেন শুভেন্দু অধিকারী। ‘গদ্দার’, ‘মিরজাফর’, এমন একাধিক তকমায় শুভেন্দুকে কটাক্ষ করেছে তৃণমূল। পাল্টা হুঙ্কার ছেড়েছেন শুভেন্দুও। সমালোচনায় ফালাফালা করে চলেছেন প্রাক্তন দল-দলনেত্রীকে। এই আবহেই এবার মুখোমুখি মোকাবিলা। দুই নেতা-নেত্রীই রাজনৈতিক জীবনের বড় ঝুঁকি নিচ্ছেন বলে মত পর্যবেক্ষকদের।

কিন্তু এ তো গেল পর্যবেক্ষক-বিশ্লেষকদের কথা। ব্রিগেডে নরেন্দ্র মোদীর সমাবেশের আগের সন্ধ্যায় বিজেপির শুভেন্দুকে প্রার্থী হিসাবে ঘোষণায় কী বলছে নন্দীগ্রামের সাধারণ মানুষ? শনিবার বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার আগের মূহুর্তেই নন্দীগ্রামে রেয়াপাড়ায় সভা করেছেন শুভেন্দু। আর তিনিই প্রার্থী হওয়ার পর নন্দীগ্রাম থেকে আওয়াজ এল, ‘আধ লক্ষ ভোটে হারবেন মমতা। মুখ্যমন্ত্রীর জামানত জব্দ হবে।’  ভূমিপুত্রের নাম চূড়ান্ত হতেই উচ্ছ্বাসে উৎসবের আবহ গড়ে উঠল নন্দীগ্রামের একাংশে।

তবে ভুললে হবে না, শুভেন্দুর বিপক্ষে কিন্তু খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। যিনি কি না ৩৪ বছরের বাম শাসনে ইতি টেনেছিলেন। তাই বিশ্লেষকদের কেউ কেউ বলছেন, ওপেন চ্যালেঞ্জ নিয়ে কার্যত নিজের রাজনৈতিক ভবিষ্যতের বিষয়ে একটা বড় সিদ্ধান্ত নিয়ে ফেললেন শুভেন্দু। তবে এমনটা ভাবতে নারাজ নন্দীগ্রামের বিজেপি সমর্থকরা। তাঁদের সাফ কথা, “চাল চোর, ত্রিপল চোর চলবে না। দিদিভাই খাতা খুলতে পারবে না।”

তবে পূর্ব মেদিনীপুর তৃণমূল নেতৃত্বের অন্য দাবি। নন্দীগ্রাম আন্দোলনের আরেক নেতা শেখ সুফিয়ানের কথায়, “শুভেন্দু আসুক বা নরেন্দ্র মোদী, কোনও অসুবিধা নেই, জিতবে দিদিই।” শুভেন্দুকে নিশানা করে তাঁর মন্তব্য, “তোলাবাজি করেছে শুভেন্দু, তাঁকে নন্দীগ্রামে কেউ ভোট দেবে না।” একই সুর রামনগরের বিধায়ক তথা অধিকারী-বিরোধী অখিল গিরির মুখেও। তাঁর কথায়, “ভাঙা ঢেঁকির আওয়াজ বেশি।” এদিকে, তৃণমূলের কটাক্ষকে কিঞ্চিৎ মান্যতা দিতেও নারাজ বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর কথায়, “পার্টি, মাটির নেতাদের উপর বিশ্বাস করে, চমকদারি লড়াইয়ে নয়।” উল্লেখ্য, আগের দিন তৃণমূল প্রার্থী তালিকায় একগুচ্ছ তারকা মুখ এনেছে, তারপর এ কথা বলে দিলীপ ঘোষ বুঝিয়ে দিলেন শুভেন্দুদের উপরই ভরসা বিজেপির। তবে সবকিছুর পরেও গুরুত্বপূর্ণ হয়ে থেকে গেল সংখ্যালঘু ভোট। নন্দীগ্রামের ২৭ শতাংশ ভোটার সংখ্যালঘু। বিগত এক দশক এই সংখ্যালঘু ভোট ব্যাঙ্কে নাগাড়ে দখল কায়েম রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবারও কি সেই আধিপত্য বজায় থাকবে? নাকি ‘জননেতা, ভূমিপুত্রর’ দিকেই সেই ভোট যাবে? কোনদিকেই বা যাবে শহিদ পরিবার, সব প্রশ্নের উত্তর মিলবে ২ মে।

আরও পড়ুন: BJP Candidate List West Bengal Election 2021 Live: দিদি বনাম দাদা, কার অধিকারে নন্দীগ্রাম?