AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ওটিটিতে পা দিয়েই সিক্সার হাঁকাতে চলেছেন বলি পাড়ার তারারা, কাকে কোথায় দেখবেন?

প্রথম বলেই ছয়, হ্যাঁ এরকমও হয়। বড় পর্দার সঙ্গে সঙ্গেই বিগত কয়েক বছরে দর্শকদের নজর কেড়েছে ওটিটি। জনপ্রিয়তা পেয়েছে ওয়েব সিরিজগুলি। ২০২১ সালেও দর্শকদের মন জয় করার উদ্দেশ্য নিয়ে রিলিজ হতে চলেছে বেশ কয়েকটি ওয়েব সিরিজ। যেখানে ওয়েব সিরিজ ডেবিউ হবে নামজাদা বেশ কয়েকজন অভিনেতা-অভিনেত্রীর।

| Updated on: May 22, 2021 | 9:47 PM
Share
রবিনা টন্ডন: আরণ্যকের পথেই রবিনা। নেটফ্লিক্সের এই ক্রাইম থ্রিলারই ডিজিটাল জগতে নিয়ে আসবে জনপ্রিয় অভিনেত্রীকে। নেটফ্লিক্সের এই ওয়েব সিরিজ নিয়ে ইতিমধ্যেই গুঞ্জন তুঙ্গে।

রবিনা টন্ডন: আরণ্যকের পথেই রবিনা। নেটফ্লিক্সের এই ক্রাইম থ্রিলারই ডিজিটাল জগতে নিয়ে আসবে জনপ্রিয় অভিনেত্রীকে। নেটফ্লিক্সের এই ওয়েব সিরিজ নিয়ে ইতিমধ্যেই গুঞ্জন তুঙ্গে।

1 / 7
মাধুরী দীক্ষিত: সোশ্যাল মিডিয়ায় বরাবর জনপ্রিয় মাধুরি দীক্ষিত। এ বার সেই জনপ্রিয়তার রেষ পড়তে চলেছে ডিজিটাল দুনিয়ায়ও। কারণ নেটফ্লিক্সের 'অনামিকার' হাত ধরে ওটিটিতে আসছেন মাধুরী।

মাধুরী দীক্ষিত: সোশ্যাল মিডিয়ায় বরাবর জনপ্রিয় মাধুরি দীক্ষিত। এ বার সেই জনপ্রিয়তার রেষ পড়তে চলেছে ডিজিটাল দুনিয়ায়ও। কারণ নেটফ্লিক্সের 'অনামিকার' হাত ধরে ওটিটিতে আসছেন মাধুরী।

2 / 7
সিদ্ধার্থ শুক্লা:বালিকা বধূ ও দিল সে দিল তকের পরে ডিজিটাল ডেবিউ হতে চলেছে সিদ্ধার্থ শুক্লার। ব্রোকেন বাট বিউটিফুল সিজন ৩ এ দেখা যাবে তাঁকে।

সিদ্ধার্থ শুক্লা:বালিকা বধূ ও দিল সে দিল তকের পরে ডিজিটাল ডেবিউ হতে চলেছে সিদ্ধার্থ শুক্লার। ব্রোকেন বাট বিউটিফুল সিজন ৩ এ দেখা যাবে তাঁকে।

3 / 7
কপিল শর্মা: টিভিতে বিশাল জনপ্রিয় তাঁর শো। এ বার আরও ছোট পর্দায়, অর্থাৎ মোবাইল ফোনে আসতে চলেছেন কপিল শর্মা। নেটফ্লিক্সের মাধ্যমে ডিজিটাল ডেবিউ হতে চলেছে কপিলের। তবে তাঁর সঙ্গে সহ অভিনেতা হিসেবে কাকে কাকে দেখা  যাবে তা এখনও স্পষ্ট নয়। ফিল্মপাড়ায় গুঞ্জন দ্রুত এ বিষয়ে জানা যাবে।

কপিল শর্মা: টিভিতে বিশাল জনপ্রিয় তাঁর শো। এ বার আরও ছোট পর্দায়, অর্থাৎ মোবাইল ফোনে আসতে চলেছেন কপিল শর্মা। নেটফ্লিক্সের মাধ্যমে ডিজিটাল ডেবিউ হতে চলেছে কপিলের। তবে তাঁর সঙ্গে সহ অভিনেতা হিসেবে কাকে কাকে দেখা যাবে তা এখনও স্পষ্ট নয়। ফিল্মপাড়ায় গুঞ্জন দ্রুত এ বিষয়ে জানা যাবে।

4 / 7
অজয় দেবগন:  একেবারে 'রুদ্র'রূপে দেখা যাবে অজয় দেবগনকে। ডিজনি-হটস্টারের ক্রাইম থ্রিলার সিরিজে দেখা যাবে 'সিঙ্ঘম' অজয় দেবগানকে। এই ওয়েব সিরিজকে 'ক্রাইম থ্রিলার অব দ্য ইয়ার' তকমা দিয়ে অজয়ের দাবি এটি 'কিলার' হতে চলেছে।

অজয় দেবগন: একেবারে 'রুদ্র'রূপে দেখা যাবে অজয় দেবগনকে। ডিজনি-হটস্টারের ক্রাইম থ্রিলার সিরিজে দেখা যাবে 'সিঙ্ঘম' অজয় দেবগানকে। এই ওয়েব সিরিজকে 'ক্রাইম থ্রিলার অব দ্য ইয়ার' তকমা দিয়ে অজয়ের দাবি এটি 'কিলার' হতে চলেছে।

5 / 7
শাহিদ কাপুর: রাজ নিদিমোরু ও কৃষ্ণ ডিকে ডিরেক্টর জুটির হাত ধরে অ্যামাজন প্রাইমে আসছে শাহিদ কাপুরের ওয়েব সিরিজ। শাহিদ জানিয়েছেন, রাজ ও ডিকের ফ্যামিলি ম্যান দেখে কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করেছেন তিনি। ডিরেক্টর জুটি জানিয়েছেন, তাঁদের প্রিয় একটি স্ক্রিপ্টে তৈরি হচ্ছে এই ওয়েব সিরিজ।

শাহিদ কাপুর: রাজ নিদিমোরু ও কৃষ্ণ ডিকে ডিরেক্টর জুটির হাত ধরে অ্যামাজন প্রাইমে আসছে শাহিদ কাপুরের ওয়েব সিরিজ। শাহিদ জানিয়েছেন, রাজ ও ডিকের ফ্যামিলি ম্যান দেখে কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করেছেন তিনি। ডিরেক্টর জুটি জানিয়েছেন, তাঁদের প্রিয় একটি স্ক্রিপ্টে তৈরি হচ্ছে এই ওয়েব সিরিজ।

6 / 7
সমন্থা আক্কিকেনি: ট্রেলার রিলিজ হওয়ার পর থেকেই দর্শকদের ভালবাসায় ভাসছে ফ্যামিলি ম্যান টু। সেখানে সমন্থা আক্কিনেনি তাঁর পারফোরমেন্সে সকলের নজর কেড়েছেন। ৪ জুন রিলিজ পাবে ফ্যামিলি ম্য়ান টু। সেখানে শ্রীকান্তর ভূমিকায় দেখা যাবে মনোজ বাজপেয়ীকে, রাজির চরিত্রে দেখা যাবে সমন্থাকে।

সমন্থা আক্কিকেনি: ট্রেলার রিলিজ হওয়ার পর থেকেই দর্শকদের ভালবাসায় ভাসছে ফ্যামিলি ম্যান টু। সেখানে সমন্থা আক্কিনেনি তাঁর পারফোরমেন্সে সকলের নজর কেড়েছেন। ৪ জুন রিলিজ পাবে ফ্যামিলি ম্য়ান টু। সেখানে শ্রীকান্তর ভূমিকায় দেখা যাবে মনোজ বাজপেয়ীকে, রাজির চরিত্রে দেখা যাবে সমন্থাকে।

7 / 7