ওটিটিতে পা দিয়েই সিক্সার হাঁকাতে চলেছেন বলি পাড়ার তারারা, কাকে কোথায় দেখবেন?
প্রথম বলেই ছয়, হ্যাঁ এরকমও হয়। বড় পর্দার সঙ্গে সঙ্গেই বিগত কয়েক বছরে দর্শকদের নজর কেড়েছে ওটিটি। জনপ্রিয়তা পেয়েছে ওয়েব সিরিজগুলি। ২০২১ সালেও দর্শকদের মন জয় করার উদ্দেশ্য নিয়ে রিলিজ হতে চলেছে বেশ কয়েকটি ওয়েব সিরিজ। যেখানে ওয়েব সিরিজ ডেবিউ হবে নামজাদা বেশ কয়েকজন অভিনেতা-অভিনেত্রীর।

1 / 7

2 / 7

3 / 7

4 / 7

5 / 7

6 / 7

7 / 7
