দাদা সাহেব ফালকের বায়োপিক আনছেন আমির খান ও রাজকুমার হিরানি
রাজকুমার হিরানি ও আমির খানের জুটি দর্শকদের উপহার দিয়েছিলেন 'থ্রি ইডিয়ট'। এই জুটি নিজের কাজের ক্ষেত্রে অত্যন্ত খুঁতখুঁতে। তাই আশা করাই যায়, দাদা সাহেব ফালকের বায়োপিক বিশেষ হতে চলেছে।

বলিউডের তিন খানের থেকে একটু অন্য পথে চলেন আমির খান। তাঁর শেষ মুক্তি প্রাপ্ত ছবি ‘লাল সিং চড্ডা ‘ সেইভাবে সাফল্য পায়নি। তাই ছবি বাছাইয়ের ক্ষেত্রে অনেক বেশি সচেতন হচ্ছেন পারফেকশনিস্ট আমির খান। কিছুদিন আগেই একটি পডকাস্টে এসে জানিয়েছিলেন তিনি মহাভারত নিয়ে সিনেমা বা সিরিজ করতে পারেন। এখন খবর, তিনি পরিচালক প্রযোজক রাজকুমার হিরানির সঙ্গে আবার আসছেন দাদা সাহেব ফালকের বায়পিক নিয়ে। সূত্রের খবর অনুযায়ী গত এক বছর ধরে এই বায়পিকের চিত্রনাট্য নিয়ে কাজ চলছে। আমির খান নিজে তৈরি হচ্ছেন দাদা সাহেব ফালকের চরিত্রের জন্য। তবে আমির খানের আগামী ছবি ‘সিতারে জমিন পর’ এর মুক্তির ঠিক পরেই আমির দাদা সাহেব ফালকে নিয়ে শ্যুট শুরু করবেন।
প্রসঙ্গত, দাদা সাহেব ফালকেকে ভারতীয় সিনেমার জনক বলা হয়, তবে তাঁর জীবনের বহু বিষয় নিয়ে ওয়াকিবহাল নয়, জানা যাচ্ছে দীর্ঘ চার বছর ধরেই এই ছবির জন্য রিসার্চের কাজ চলছিল, এই মুহুর্তে ছবির চিত্রনাট্য নিয়ে কাজ সকরছেন পরিচালক প্রযোজক রাজ কুমার হিরানি। শোনা যাচ্ছে এই বায়োপিকের প্রেক্ষাপটে থাকছে ভারতের স্বাধীনতা সংগ্রাম ও সেই সময়ে এমন এক ব্যক্তিত্বের লড়াই যে নানা প্রতিকূলতার মধ্যে দিয়ে ভারতীয় সিনেমার ভিত প্রস্তুত করেছেন। এর আগে রাজকুমার হিরানি ও আমির খানের জুটি দর্শকদের উপহার দিয়েছিলেন ‘থ্রি ইডিয়ট’। এই জুটি নিজের কাজের ক্ষেত্রে অত্যন্ত খুঁতখুঁতে। তাই আশা করাই যায়, আগামী দিনে দাদা সাহেব ফালকের বায়োপিক দর্শকদের মন জয় করবে।
