AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

দেনার দায়ে ডুবে পরিবার, গ্রাস করেছে অভাব, চোখে জল আমিরের

Aamir Khan Struggle: শুরুটা মোটেও ছিল না সুখকর। চোখের জলে ভাসতে হয়েছিল গোটা পরিবারকে। আজ যাঁর মেয়ের বিয়েতে কোটি কোটি টাকা খরচ হচ্ছে, একটা সময় তিনি অভাব দেখেছিলেন। খাওয়ার কষ্ট দেখেছিলেন।

দেনার দায়ে ডুবে পরিবার, গ্রাস করেছে অভাব, চোখে জল আমিরের
আমির খান।
| Edited By: | Updated on: Jan 15, 2024 | 9:38 PM
Share

আমির খান, বলিউডের অন্যতম সেরা অভিনেতা। যাঁকে নিয়ে বিভিন্ন মহলে চর্চা তুঙ্গে। একটা সময় একের পর এক হিট ছবি দর্শকদরে উপহার দিয়েছিলেন তিনি। তবে শুরুটা মোটেও ছিল না সুখকর। চোখের জলে ভাসতে হয়েছিল গোটা পরিবারকে। আজ যাঁর মেয়ের বিয়েতে কোটি কোটি টাকা খরচ হচ্ছে, একটা সময় তিনি অভাব দেখেছিলেন। খাওয়ার কষ্ট দেখেছিলেন। ভাবতে অবাক লাগছে? জীবনে কঠিন অধ্যায়? হয়তো হঠাৎ শুনলে অনেকেই তা মেনে নিতে অস্বীকার করবেন। কারণ তাঁর বাবা ছিলেন ছবির প্রযোজক। সেই কারণেই তাঁর ছোটবেলা যে আর্থিকভাবে পুষ্ট থাকবে সেটাই স্বাভাবিক। তবে বাস্তবের ছবিটা তেমন ছিল না। সদ্য হিউম্যান অব বম্বের এক সাক্ষাৎকারে তেমনটাই খোলসা করেন আমির খান। তাঁর বাবা তাহির হুসেন ছিলেন ছবি প্রযোজক। কিন্তু তিনি ছবির জগত সম্পর্কে খুব একটা ধারণা রাখতেন না।

যার ফলে একের পর এক লোন করে অর্থাৎ ধার করে ছবি করতে শুরু করে দিয়েছিলেন। একটি ছবির জন্য বহু টাকা ধার নিলেও আট বছরেও সে ছবি তৈরি করে উঠতে পারেননি তিনি। আমিরের বয়স তখন মাত্র ১০। পরিবার দেনার দায়ে ডুবে। কীভাবে পরিস্থিতি সামলাবেন বুঝে উঠতে পারতেন না তাঁর মা। বাইরে থেকে অনেকেই হয়তো তাঁদের ভেতরের ছবিটা আঁচ করতে পারতেন না। তবে কীভাবে তাঁর মা সংসার চালাতেন তিনি সাক্ষী থেকেছেন। এই সাক্ষাৎকার দিতে গিয়ে তাঁর চোখে জল চলে আসে। জানান, তিনি যে কঠিন পরিস্থিতি দিয়ে গিয়েছেন তা অনেকেরই অজানা, তবুও অর্থের মূল্য বুঝতে শিখেছিলেন তখন থেকেই। সেই থেকে শুরু। তারপর আর আমির খানকে ফিরে তাকাতে হয়নি।