অগ্রিম বুকিং বন্ধ ছিল, আমিরের ছবি কি মুক্তি পাচ্ছে এই সপ্তাহে?
এই ছবির প্রচারে আমির খান বিভিন্ন শহরে আসেননি। তবে বিভিন্ন পডকাস্টে মনের কথা তুলে ধরেছেন। ছবির বিশেষ স্ক্রিনিংয়ে আমির খানের পাশে দেখা গেল তাঁর প্রেমিকা গৌরী স্প্র্যাটকে। একটি জাতীয় মাল্টিপ্লেক্সে খোঁজ নিয়ে জানা গেল, আজ সেন্সর সার্টিফিকেট এসে পৌঁছানোর কথা। সেটা এসে পৌঁছালে শহরের মাল্টিপ্লেক্সগুলোতে টিকিটের অগ্রিম বুকিং খুলে দেওয়া হবে।

এই সপ্তাহে মুক্তি পাওয়ার কথা ‘সিতারে জমিন পর’ ছবিটার। একটা বড় বিরতির পর আমির খানের ছবি মুক্তি পাবে। তাই আগে থেকেই টিকিট কেটে নেওয়ার উন্মাদনা ছিল তুঙ্গে। তবে শহরে হঠাত্ থমকে গিয়েছিল এই ছবির টিকিটের অগ্রিম বিক্রি। সূত্রের খবর, সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের তরফে আমির খানের ছবির ক্ষেত্রে দু’টো দৃশ্যে কাঁচি চালানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছিল। এদিকে আমির খান নাকি সে কথা শুনতে রাজি নন। তবে ১৭ জুন সকালের খবর, বিষয়টা নিয়ে জটিলতা নাকি কেটেছে। এই সপ্তাহেই মুক্তি পাবে আমির খানের বহু প্রতীক্ষিত ছবি ‘সিতারে জমিন পর’।
এই ছবির প্রচারে আমির খান বিভিন্ন শহরে আসেননি। তবে বিভিন্ন পডকাস্টে মনের কথা তুলে ধরেছেন। ছবির বিশেষ স্ক্রিনিংয়ে আমির খানের পাশে দেখা গেল তাঁর প্রেমিকা গৌরী স্প্র্যাটকে। একটি জাতীয় মাল্টিপ্লেক্সে খোঁজ নিয়ে জানা গেল, আজ সেন্সর সার্টিফিকেট এসে পৌঁছানোর কথা। সেটা এসে পৌঁছালে শহরের মাল্টিপ্লেক্সগুলোতে টিকিটের অগ্রিম বুকিং খুলে দেওয়া হবে।
শহরের একটা সিঙ্গল স্ক্রিনের কর্ণধার জানালেন, ”আমিরের ছবির জন্য দর্শক অপেক্ষা করে আছেন। শহরের অধিকাংশ সিঙ্গল স্ক্রিনে চারটে করে শো-তে চলবে আমিরের এই ছবি। শাহরুখ খান বা সলমন খানের ছবির ক্ষেত্রে অগ্রিং বুকিং খুলে দেওয়া হয় ছবি মুক্তির চার দিন আগে। সেই নিরিখে এই ছবির অগ্রিম বুকিং খুলতে দেরি হল। তবে টিকিট বিক্রি হবে দারুণ, সেটা আশা করছেন সকলেই।”





