মালাইকার ‘মুন্নি বদনাম’ অশ্লীল লেগেছিল আরবাজের?
নির্মাতা অভিনব কাশ্যপ, যিনি 'দাবাং' পরিচালনার জন্য পরিচিত, আবারও আরবাজ খানের বিরুদ্ধে তোপ দেগেছেন। তিনি দাবি করেছেন, মুন্নি বদনাম হুয়ি গানটিতে মালাইকা অরোরার পারফরম্যান্স নিয়ে আরবাজ স্বস্তিবোধ করেননি। তখন আরবাজ আর মালাইকা দম্পতি ছিলেন।

নির্মাতা অভিনব কাশ্যপ, যিনি ‘দাবাং’ পরিচালনার জন্য পরিচিত, আবারও আরবাজ খানের বিরুদ্ধে তোপ দেগেছেন। তিনি দাবি করেছেন, মুন্নি বদনাম হুয়ি গানটিতে মালাইকা অরোরার পারফরম্যান্স নিয়ে আরবাজ স্বস্তিবোধ করেননি। তখন আরবাজ আর মালাইকা দম্পতি ছিলেন। এক সাম্প্রতিক সাক্ষাৎকারে অভিনব বলেন, “ওরা মালাইকার উপস্থাপনা নিয়ে অস্বস্তিতে ছিল। ওরা চিন্তিত ছিল গানটা অশালীন লাগবে, কারণ এটা একটু বোল্ড টাইপের গান ছিল। কিন্তু আমি ওদের আশ্বস্ত করেছিলাম—মালাইকা আগেই নিজের একটি আলাদা পরিচিতি গড়ে তুলেছে আইটেম সং-এর জগতে, অনেকটা ওর শাশুড়ি হেলেনের মতো। আমি মালাইকাকে গানটিতে রাখতে লড়াই করেছিলাম, কিন্তু আরবাজ স্পষ্টভাবে চাইতেন না সে গানটিতে পারফর্ম করুক।”
‘দাবাং’ নির্মাণের সময় আরবাজ খান আর মালাইকা অরোরা বিবাহিত ছিলেন। ১৯৯৮ সালে বিয়ে করে তাঁদের। এক পুত্রসন্তান, আরহানের জন্ম দেন মালাইকা। তবে ২০১৬ সালে তাঁরা আলাদা হয়ে যান। এরপর আরবাজ বিয়ে করেন মেকআপ আর্টিস্ট সুরা খানকে এবং সম্প্রতি এই দম্পতির প্রথম সন্তান জন্ম নিয়েছে। অন্যদিকে মালাইকা কয়েক বছর ধরে অভিনেতা অর্জুন কাপুরকে ডেট করেন এবং এই বছর শুরুর দিকে তাঁদের বিচ্ছেদের খবর শোনা যায়।
অভিনব কাশ্যপ বহুবার সলমন খান ও তাঁর পরিবারের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন এবং মাঝে মাঝেই পুরোনো বিতর্ক উসকে দিয়েছেন। বিগ বস ১৯-এর সাম্প্রতিক এক পর্বে অভিনবের মন্তব্যের প্রতিক্রিয়ায় সালমান বলেন, “একজন দাবাং ইন্সান আছে… সবাইকে নিয়ে কিছু না কিছু বলে। আমি গত উইকএন্ডে বলেছিলাম, ‘কাজ করো, কেউ আগ্রহী না।’ আবার জিজ্ঞেস করছি—কাজ পেয়েছো, ভাই? এইসব কাণ্ড করার পর কেউ তোমার সঙ্গে কাজ করবে না।”
হতাশা প্রকাশ করে সলমন আরও বলেন, “আমার শুধু এটুকুই খারাপ লাগে, তুমি নিজেকে নষ্ট করে ফেলেছ। যদি কারও পরিবারকে আক্রমণ করতে চাও, তাহলে নিজের পরিবারের পিছনে যাও। মা-বাবাকে ভালোবাসো, স্ত্রী-সন্তানের খেয়াল রাখো। তুমি ট্যালেন্টেড, ভালো লেখো—ভুল পথে যেও না, আবার সঠিক রাস্তায় ফিরে এসো।”
