AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মা নয় স্ত্রীরই পাশে! ঐশ্বর্যার সঙ্গে বিয়ে বাঁচাতে বড় সিদ্ধান্ত অভিষেকের?

Aish-Abhi: এতদিন বাবা-মা গোটা পরিবারসহ একসঙ্গেই থাকতেন অভিষেক বচ্চন। অমিতাভের বাড়ি জলসাই ছিল তাঁদের আবাসস্থল। নতুন বাড়ি কেনা কি তবে নেহাতই ভবিষ্যতের কথা মাথায় রেখে? নিন্দুকদের বাঁকা মন্তব্য, "স্ত্রীকে নিয়ে আলাদা থাকতেই এই সিদ্ধান্ত তাঁর।"

মা নয় স্ত্রীরই পাশে! ঐশ্বর্যার সঙ্গে বিয়ে বাঁচাতে বড় সিদ্ধান্ত অভিষেকের?
ঐশ্বর্যাকে কাছে টানতে বড় সিদ্ধান্ত অভিষেকের?
| Updated on: Jun 18, 2024 | 9:49 PM
Share

বিগত এক বছর ধরে বলিউডের আনাচে-কানাচে কান পাতলেই শোনা যাচ্ছে অভিষেক বচ্চন ও ঐশ্বর্যা রাই বচ্চনের মধ্যে সম্পর্ক বিশেষ ভাল নেই। এও শোনা যাচ্ছে জয়া বচ্চনের সঙ্গে নাকি কিছুতেই মানাতে পারছেন না বিশ্বসুন্দরী। মেয়ে আরাধ্যাকে নিয়ে নাকি মায়ের কাছেই থাকছেন তিনি। এরই মধ্যে এসেছেন এক নতুন খবর। শোনা যাচ্ছে, মুম্বইয়ের বরিভালি এলাকায় ১৫ কোটি ৪২ লক্ষ টাকা দিয়ে নাকি ছয়টি অ্যাপার্টমেন্ট কিনে ফেলেছেন বচ্চন-পুত্র। ৪৮৯৪ স্কোয়ার ফিটের ওই সম্পত্তির প্রতি স্কোয়ার ফিটের দাম ৩১ হাজার ৪৯৮ টাকা শোনা যাচ্ছে এমনটাই।

ওই হাইরাইজের ৫৭ তলাতেই নতুন আস্তানা তাঁর। রয়েছে ১০ট গাড়ি পার্কিংয়ের জায়গাও। এর আগেও ওবেরয় রিয়ালিটির সঙ্গে লেনদেন হয়েছে অভিষেকের। ২০২১ সালে ওই সংস্থার কাছে একটি ফ্ল্যাট বেচে দেন তিনি। ২০১৪ সালে সেই ফ্ল্যাটটি ৪১ কোটি দিয়ে কিনেছিলেন অভিষেক। ২০২১ সালে তা বিক্রি করেন প্রায় ৪৬ কোটি দিয়ে।

এতদিন বাবা-মা গোটা পরিবারসহ একসঙ্গেই থাকতেন অভিষেক বচ্চন। অমিতাভের বাড়ি জলসাই ছিল তাঁদের আবাসস্থল। নতুন বাড়ি কেনা কি তবে নেহাতই ভবিষ্যতের কথা মাথায় রেখে? নিন্দুকদের বাঁকা মন্তব্য, “স্ত্রীকে নিয়ে আলাদা থাকতেই এই সিদ্ধান্ত তাঁর।” যদিও এখনও পর্যন্ত আলাদা হওয়া নিয়ে শিলমোহর দেননি জুনিয়র বচ্চন। ওদিকে ঐশ্বর্যাও বহুদিন থেকেই মুখে কুলুপ এঁটেছেন। আগামী দিনে কী হতে চলছে সে উত্তর অবশ্য লুকিয়ে আছে সময়ের হাতে।