টাকার জন্য ভাঙে বিয়ে, নয়তো এই নায়িকা হতেন বচ্চন পরিবারের বউ
Abhishek Relationship: শোনা যায় করিশ্মা কাপুরের মা চেয়েছিলেন অমিতাভ বচ্চন যেন তাঁর সম্পত্তির অর্ধেক অভিষেকের নামে লিখে দেন। এই শর্তে রাজি হননি অমিতাভ বচ্চন। ফলে এই সম্পর্কে এখানেই ইতিটানতে হয় জুনিয়ার বচ্চনকে। সেই প্রথম প্রেম ভাঙে। এরপর রানি মুখোপাধ্যায়ের সঙ্গেও জড়িয়েছিল নাম।
Most Read Stories