Chingrighata Metro: সিপি-র মুখোমুখি মেট্রো-কর্তারা, চিংড়িঘাটার ৩৬৬ মিটার নিয়ে কাটল জট?
Kolkata Metro: ৩৬৬ মিটার অংশ জোড়া নিয়েই যত সমস্যা। ওই অংশের জন্য আটকে আছে অরেঞ্জ লাইনের পূর্ণ পরিষেবা। কবে সেই জুড়ে দেওয়ার কাজ শুরু করা যাবে, তা নিয়ে সম্ভবত বৃহস্পতিবারই চূড়ান্ত দিনক্ষণ জানাবে কলকাতা পুলিশ। আগামী ১৯ ডিসেম্বর সেই মতো রিপোর্ট জমা দেওয়া হবে কলকাতা হাইকোর্টে।

কলকাতা: চিংড়িঘাটায় মেট্রোর কাজ নিয়ে দীর্ঘদিনব ধরে মতানৈক্য চলছে রাজ্য এবং মেট্রো কর্তৃপক্ষের মধ্যে। হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও কোনও সুরাহা হয়নি এখনও পর্যন্ত। বুধবার ফের বসল বৈঠক। সেই বৈঠকে মিলল না রফাসূত্র। আগামিকাল, বৃহস্পতিবার পর্যন্ত সময় নেওয়া হয়েছে। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের কমিশনার মনোজ ভার্মা, বিধাননগর পুলিশ কমিশনারেটের কর্তারা, রেল বিকাশ নিগম লিমিটেডের কর্তারা, কলকাতা পুরসভার বিভিন্ন বিভাগের আধিকারিকরা এবং কলকাতা মেট্রোর শীর্ষ কর্তা এবং আধিকারিকরা।
সূত্রের খবর, রেল বিকাশ বেগম লিমিটেড বা আরভিএনএল এবং কলকাতা মেট্রোর তরফে কলকাতা পুলিশ কমিশনার এবং বিধান নগর কমিশনারেটের সামনে প্রস্তাব দেওয়া হয়েছে যে, ডিসেম্বরের শেষের দিকে এবং জানুয়ারির প্রথম দিকে সপ্তাহের শেষ দুই অথবা তিনটি দিন রাতের বেলা সময় দেওয়া হোক। কিন্তু কলকাতা পুলিশের তরফে বলে দেওয়া হয়, ওই দিনগুলিতে উৎসবের মরশুম শুরু হয়ে যাচ্ছে, তাই ওই সময় কাজ করা যাবে না। নতুন করে মেট্রো কর্তৃপক্ষকে বিষয়টি নিয়ে ভাবতে বলেন রাজ্যের তরফে আসা প্রতিনিধিরা।
বৈঠক সূত্রে খবর, মেট্রোর তরফে বলা হয়, যতদিন দেরি হবে, তত প্রকল্পটি সঙ্কটের মধ্যে পড়ে যাবে। তাই এভাবে প্রকল্পটিকে ফেলে রাখা সম্ভবপর নয় বলে জানিয়ে দিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। দ্রুত কলকাতা পুলিশকে তারিখ স্থির করার কথা বলা হয়েছে। এরপরই রাজ্যের তরফে বৈঠকে উপস্থিত প্রতিনিধিরা এবং মেট্রো কর্তৃপক্ষ, উভয়ই বৃহস্পতিবার অর্থাৎ আগামিকাল পর্যন্ত সময় চেয়ে নিয়েছেন বলে সূত্রের খবর।
৩৬৬ মিটার অংশ জোড়া নিয়েই যত সমস্যা। ওই অংশের জন্য আটকে আছে অরেঞ্জ লাইনের পূর্ণ পরিষেবা। কবে সেই জুড়ে দেওয়ার কাজ শুরু করা যাবে, তা নিয়ে সম্ভবত বৃহস্পতিবারই চূড়ান্ত দিনক্ষণ জানাবে কলকাতা পুলিশ। আগামী ১৯ ডিসেম্বর সেই মতো রিপোর্ট জমা দেওয়া হবে কলকাতা হাইকোর্টে।
