‘ও কখনওই আমার…’, অভিষেকের জন্য আজও বুকে কষ্ট চেপে রানি?
Rani Mukherjee: এই ঘটনার কেটে গিয়েছে অনেকগুলো বছর। এই মুহূর্তে ঐশ্বর্যা রাই বচ্চনের সঙ্গে সংসার তাঁর। অন্যদিকে প্রযোজক আদিত্য চোপড়ার সঙ্গেও সুখের সংসার রানির।
একের পর এক হিট দিয়েছিলেন তাঁরা বলিউডকে। অনস্ক্রিন ও অফস্ক্রিন– এই দুই ক্ষেত্রেই তাঁদের জুটি ছিল বেশ চর্চিত। কথা হচ্ছে রানি মুখোপাধ্যায় ও অভিষেক বচ্চনের। শোনা গিয়েছিল সম্পর্কেও নাকি রয়েছেন তাঁরা। এমনকি রানির সঙ্গে বচ্চন পরিবারের সম্পর্কও ছিল বেশ ভাল। তবু বিয়ে করেননি তাঁরা। ২০০৮ সালে ঐশ্বর্যা রাই বচ্চনের সঙ্গে বিয়ে হয় অভিষেকের। তবে জানেন কি, বিয়েতে রানিকে আমন্ত্রণ জানায়নি বচ্চন পরিবার?
ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, এভাবে অপমান নাকি মোটেও ভালভাবে নেননি রানি। হতবাক হয়ে গিয়েছিলেন তিনি। পরবর্তীকালে তাঁকে এ নিয়ে প্রশ্ন করা হলে মুখ খুলেছিলেন রানি। তিনি বলেন, “কেন অভিষেক আমাকে নেমতন্ন করেনি তা ওই ভাল বলতে পারবে। তবে সত্যিটা হল, যদি কেউ তোমাকে তাঁর বিয়েতে আমন্ত্রণ না জানায় তবে তুমি তাঁর জীবনে কোথায় দাঁড়িয়ে তা তুমি বুঝতে পার। তুমি হয়তো মনে করছ, সেই ব্যক্তির বন্ধু তুমি, তবে সেই বন্ধুত্ব শুধুমাত্র আটকে আছে একজনের মধ্যেই। ও হয়তো আমাকে বন্ধু হিসেবে ভাবেইনি কোনওদিন। হয়তো আমি শুধুই ওর কো-স্টার। তাই এই সিদ্ধান্ত নিয়েছে।”
এই ঘটনার কেটে গিয়েছে অনেকগুলো বছর। এই মুহূর্তে ঐশ্বর্যা রাই বচ্চনের সঙ্গে সংসার তাঁর। অন্যদিকে প্রযোজক আদিত্য চোপড়ার সঙ্গেও সুখের সংসার রানির। প্রসঙ্গত, কিছু দিন ধরেই শোনা যাচ্ছে অভিষেক ও ঐশ্বর্যার সংসারে কিছুই নাকি ঠিক চলছে না। যদিও এই ব্যাপারে মুখ খোলেননি তাঁরা। পরিবার অন্দরের খবর বাইরে প্রকাশ করতে নারাজ বচ্চন পরিবার।