আবাসনে রহস্যমৃত্যু সুশান্তের সহ অভিনেতার
বৃহস্পতিবার হিমাচল প্রদেশে নিজের বাড়িতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হল অভিনেতা আসিফ বসরার (asif basra) দেহ। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, তিনি আত্মঘাতী হয়েছেন (suicide) । তাঁর বয়স হয়েছিল ৫৩ বছর।
TV9 বাংলা ডিজিটাল: বলিউডে আবারও রহস্যমৃত্যু। বৃহস্পতিবার হিমাচল প্রদেশে নিজের বাড়িতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হল অভিনেতা আসিফ বসরার (asif basra) দেহ। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, তিনি আত্মঘাতী হয়েছেন (suicide) । তাঁর বয়স হয়েছিল ৫৩ বছর।
সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে ফরেন্সিক বিভাগের একটি দল। হিমাচল প্রদেশ পুলিশ সুপার কাংরা ভিমকুট রঞ্জন এ দিন সংবাদমাধ্যমকে জানান, আপাতভাবে আত্মহত্যা মনে হলেও পুলিশ গোটা বিষয়টি খতিয়ে দেখছে।
Film actor Asif Basra was found hanging in a private complex in Dharamshala. Forensic team is at the spot and police is investigating the matter: SSP Kangra Vimukt Ranjan. #HimachalPradesh (Picture credit: Asif Basra’s website) pic.twitter.com/nxpWNLi8VU
— ANI (@ANI) November 12, 2020
বলিউড ইন্ডাস্ট্রিতে আসিফ ছিলেন পরিচিত মুখ। থিয়েটার জগতেও তিনি ছিলেন সুপ্রতিষ্ঠিত। সুশান্ত সিংহ রাজপুতের প্রথম সিনেমা ‘কাই পো চে’-তেও অভিনয় করেছিলেন তিনি। এ ছাড়াও রানি মুখোপাধ্যায় অভিনীত ‘হিচকি’, হৃতিক রোশন অভিনীত ‘কৃষ’ ছবিতেও অভিনয় করেছেন আসিফ বসরা। এখানেই শেষ নয়, অনুরাগ কাশ্যপ পরিচালিত ‘ব্ল্যাক ফ্রাইডে’, শাহিদ-করিনা অভিনীত মিষ্টি প্রেমের ছবি ‘যব উই মেট’-এও দেখা গিয়েছে এই অভিনেতাকে। অভিনয় করেছেন বেশ কয়েকটি ওয়েবসিরিজেও। সম্প্রতি তাঁকে দেখা গিয়েছে ওটিটি-র থ্রিলারধর্মী জনপ্রিয় সিরিজ ‘পাতাল লোক’-এও।
What? This is too shocking!! Shot with him just before Lockdown!!! Oh My God!!! https://t.co/alfYTGxChH
— manoj bajpayee (@BajpayeeManoj) November 12, 2020
আসিফের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন ইন্ডাস্ট্রিতে তাঁর সহকর্মীরা। তাঁর মৃত্যুতে পরিচালক হনশল মেহতা টুইটে লেখেন, “আসিফ বসরা! এটা সত্যি হতে পারে না। খুব খুব দুঃখের”। অভিনেতা এবং রাজনীতিবিদ মনোজ বাজপেয়ীও লেখেন, “লকডাউনের আগেই ওঁর সঙ্গে কাজ করেছি। আমি বাকরুদ্ধ।”
গত ১৪ জুন মুম্বইয়ে নিজের ফ্ল্যাটে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছিলেন অভিনেতা সুশান্ত সিং রাজপুত। সুশান্তের মৃত্যু বলিউডের নেপোটিজম-ফেভারিটিজম তত্ত্বকে বড় প্রশ্নের মুখে দাঁড় করিয়েছিল। প্রথম দিকে তা নিয়ে তোলপাড় হলেও পাঁচ মাস পর যে মুহূর্তে বলিউড আবারও চেনা ছন্দে ফিরতে শুরু করেছে ঠিক সেই মুহূর্তেই আসিফের মৃত্যু কি ছাই চাপা আগুনে নতুন করে অগ্নি সংযোগ ঘটাল? নাকি ৫৩ বছরের ওই অভিনেতার মৃত্যুর পিছনে রয়েছে ব্যক্তিগত কারণ? অনুসন্ধান করছে পুলিশ।