আচমকাই অসুস্থ টিকু তালসানিয়া,তড়িঘড়ি ভর্তি করানো হল হাসপাতালে
আচমকাই হৃদরোগে আক্রান্ত বর্ষীয়ান বলিউড অভিনেতা টিকু তালসানিয়া। সঙ্কটজনক অবস্থায় হাসপাকালে ভর্তি করানো হয়েছে অভিনেতা। সূত্রের খবর, শুক্রবার মধ্যরাতে হৃদরোগে আক্রান্ত হন তিনি। সঙ্গে সঙ্গেই তাঁকে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে।
আচমকাই হৃদরোগে আক্রান্ত বর্ষীয়ান বলিউড অভিনেতা টিকু তালসানিয়া। সঙ্কটজনক অবস্থায় হাসপাকালে ভর্তি করানো হয়েছে অভিনেতা। সূত্রের খবর, শুক্রবার মধ্যরাতে হৃদরোগে আক্রান্ত হন তিনি। সঙ্গে সঙ্গেই তাঁকে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। বর্তমানে চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রয়েছেন এই বর্ষীয়ান অভিনেতা।
অভিনয়ের জগতে তাঁর যাত্রা শুরু হয়েছিল থিয়েটারের মঞ্চ থেকে। গুজরাটি থিয়েটারে অভিনয়ের মাধ্যমে নিজের প্রতিভার পরিচয় দেন তিনি। পরে বলিউডে পা রেখে একের পর এক কৌতুক চরিত্রে অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নেন।
১৯৮৮ সালে রাজীব মেহরার পরিচালিত ‘প্যায়ার কে দো পল’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন টিকু। এরপর তিনি অভিনয় করেন ‘দিল হ্যায় কি মানতা নেহি,’ ‘উমর ৫৫ কি দিল বচপন কা,’ ‘বোল রাধা বোল,’ ‘মিস্টার বেচারা,’ ‘ইশক,’ ‘কুলি নম্বর ১,’ ‘জোড়ি নাম্বার ১,’ ‘দেবদাস,’ ‘বড়ে মিঞা ছোটে মিঞা’ এবং ‘বিরাসত’-এর মতো জনপ্রিয় ছবিতে।
গোবিন্দার সঙ্গে তাঁর জুটি একাধিক ছবিতে হাস্যরসাত্মক চরিত্রে দর্শকদের বিনোদন দিয়েছেন। সিনেমার পাশাপাশি টেলিভিশনেও টিকু তালসানিয়া বেশ জনপ্রিয়। তাঁর উল্লেখযোগ্য ধারাবাহিকগুলির মধ্যে রয়েছে ‘গোলমাল হ্যায় ভাই সব গোলমাল হ্যায়’ এবং ‘বাকি হ্যায় মেরে ঘোস্ট।’
টিকু তালসানিয়াকে শেষবার দেখা গিয়েছিল ২০২৪ সালে ‘ভিকি বিদ্যা কা উহওয়ালা ভিডিও’-ছবিতে। রাজকুমার রাও ও তৃপ্তি দিমরির সঙ্গে এই ছবিতে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে। অভিনেতার অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই তাঁর ভক্ত এবং অনুরাগীরা শোকাহত। প্রিয় অভিনেতার দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করছেন সকলে। দীর্ঘ ফিল্মি জীবনে তাঁর অবদান ভোলার নয়। বলিউড জগৎও তাঁর দ্রুত সুস্থতার অপেক্ষায় দিন গুনছে।