মোটা হয়ে গিয়েছেন, সেই কারণেই কি আর নায়িকা করতে পারছেন না ‘তিতলি’ খ্যাত অভিনেত্রী মধুপ্রিয়া চৌধুরী?
Madhupriya Chowdhury: বর্তমানে 'তোমাদের রানী' ধারাবাহিকে নায়িকা রানীর বান্ধবীর চরিত্রে অভিনয় করছেন মধুপ্রিয়া। 'তোমাদের রানী'র সেটের অন্দরকাহিনি জানতে TV9 বাংলা পৌঁছে গিয়েছিল সেই সেটে। মেকআপরুম থেকে বেরিয়ে এলেন মধুপ্রিয়া। ক্যামেরার সামনে বসার আগে বলে উঠেন, "দাঁড়ান, একটু লিপস্টিকটা পরে নিই"।

২০২০ সালের লকডাউনের আবহে টেলিভিশনের পর্দায় সম্প্রচার শুরু করে বাংলা ধারাবাহিক ‘তিতলি’। এক মহিলা পাইলটের গল্প বলেছিল সেই সিরিয়াল। হাজার প্রতিকূলতা সত্ত্বেও কীভাবে সেই তরুণী নিজের স্বপ্নপূরণ করে, তা নিয়েই ছিল গল্প। মুখ্য চরিত্রের নামও তিতলি। সেই চরিত্রে অভিনয় করতে দেখা যায় নবাগতা অভিনেত্রী মধুপ্রিয়া চৌধুরীকে। মিষ্টি মুখের নায়িকা অল্প সময়ের মধ্যেই জায়গা করে নেয় দর্শকের মনে। কিন্তু ওই শেষ, মধুপ্রিয়াকে আর কোনওদিনও দেখা যায়নি মুখ্য চরিত্রে। এর পর থেকে কেবলই পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন। এর কারণ কী? জনপ্রিয় হয়েও কেন আর নায়িকা হতে পারলেন না? এর কারণ কি মধুপ্রিয়ার বেড়ে যাওয়া ওজন? বিগত চার বছরে ওজন বেড়েছে বলেই কি নায়িকা হিসেবে আর সুযোগ এল না তাঁর? এই প্রশ্নের উত্তর মধুপ্রিয়া হাসি মুখে দিয়েছেন TV9 বাংলার ক্যামেরার সামনে।
বর্তমানে ‘তোমাদের রানী’ ধারাবাহিকে নায়িকা রানীর বান্ধবীর চরিত্রে অভিনয় করছেন মধুপ্রিয়া। ‘তোমাদের রানী’র সেটের অন্দরকাহিনি জানতে TV9 বাংলা পৌঁছে গিয়েছিল সেই সেটে। মেকআপরুম থেকে বেরিয়ে এলেন মধুপ্রিয়া। ক্যামেরার সামনে বসার আগে বলে উঠেন, “দাঁড়ান, একটু লিপস্টিকটা পরে নিই”।
অ্যাভেঞ্জার্সের ফ্যান মধুপ্রিয়া। বাড়িতে মার্ভেলের এনসাইক্লোপিডিয়া রয়েছে। ফটরফটর করে ইংরেজিতে কথা বলেন। দারুণ স্পষ্ট উচ্চারণ। আজকের প্রজন্মের ঝকঝকে তরুণী মধুপ্রিয়া। মোটা হলেন না রোগা, তা নিয়ে বিন্দুমাত্র হীনমন্যতা নেই। নেই কোনও জড়তাও। অকপট বলেন, “আমার ক্রাশ পরমব্রত চট্টোপাধ্যায়। তাঁকে আমার দারুণ লাগে। আসলে আমার তো ইন্টেলেকচুয়াল পুরুষ ভাল লাগে, তাই…”। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে অভিনয় করার মনবাসনার কথা জানালেন। তারপরই প্রসঙ্গ ওঠে মোটা হয়ে যাওয়া নিয়ে।
কেন লিড চরিত্রে আর অভিনয় করেন না মধুপ্রিয়া? প্রশ্ন করায় অভিনেত্রীর সাফ জবাব, “লিড চরিত্র করতে গেলে অপেক্ষা করার ব্যাপার থাকে। আমি অপেক্ষা করতে চাইনি। টাকাপয়সারও একটা বিষয় থাকে। তা ছাড়াও আমার মনে হয়েছে প্রোটাগনিস্টরা (মুখ্য়চরিত্র) খুব ভাল। ওরা সব পারে করতে। ওদের চরিত্রের মধ্যে কোনও স্তর খুঁজে পাই না আমি। আর আমি লিড চরিত্রে অভিনয় করতে আসিনি। এসেছি অভিনেত্রী হতে। আমি নিজেই নেগেটিভ এবং পার্শ্বচরিত্রে অভিনয় করার প্রস্তাব দিয়েছি।”
আর বেড়ে যাওয়া ওজন? লিড চরিত্র না পাওয়ার ক্ষেত্রে সেটাও কি একটা কারণ? এর জবাবে মধুপ্রিয়া বলেছেন, “একদম। ওজন বেড়েছে তো। নায়িকাকে তো রোগা থাকতেই হবে। সেটাই তো নিয়ম। সুতরাং, রোগা হলেই নায়িকা হওয়া যায়। তাঁকে অনেক কন্ডোলেন্সেস (প্রশংসা) দেওয়া হয়। আর ওজন বাড়লেই সকলে ধরে নেয়ব অস্বাস্থ্যকর জীবন কাটিয়ে তেমনটা হয়েছে। আমার ইনসমনিয়া (রাতে না ঘুম আসার সমস্যা) আছে। গ্যাসট্রিক আলসারও আছে। ফলে ওজন বেড়ে গিয়েছে। আমি খেতে ভালবাসি। কিন্তু অনেক খাই না। ফলে সেই কারণে মোটা হইনি। বলতে কোনও বাঁধা নেই যে, কেবল এখানে নয়, গোটা বিশ্বেই অভিনেত্রী হতে গেলে তাঁদের আইক্যান্ডি হতে হয়। একটা নির্দিষ্ট শরীর তৈরি করতে হয়। এটাই নিয়ম। সবাই তো অপরাজিতা আঢ্য হতে পারেন না…”
