AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

১৬ বছরের দাম্পত্যে ইতি টানলেন তনুশ্রী শংকর কন্যা শ্রীনন্দা, কেন হঠাৎ এমন সিদ্ধান্ত?

প্রখ্যাত নৃত্যশিল্পী দম্পতি তনুশ্রী শঙ্কর ও আনন্দ শঙ্করের কন্যা শ্রীনন্দা ২০০৯ সালে সাত পাকে বাঁধা পড়েছিলেন পার্সি যুবক গেভ সাতারাওয়ালার সঙ্গে। বিয়ের পর থেকেই মুম্বই ছিল তাঁর পাকাপাকি ঠিকানা। তবে কাজের প্রয়োজনে নিয়মিত যাতায়াত করতেন কলকাতায়। দীর্ঘদিন সুখে ঘর করার পর হঠাৎ কেন এই দূরত্ব, তা নিয়ে গুঞ্জন দানা বেঁধেছিল বেশ কিছুদিন আগে থেকেই।

১৬ বছরের দাম্পত্যে ইতি টানলেন তনুশ্রী শংকর কন্যা শ্রীনন্দা, কেন হঠাৎ এমন সিদ্ধান্ত?
| Updated on: Dec 22, 2025 | 2:27 PM
Share

দীর্ঘ ১৬ বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন বিশিষ্ট নৃত্যশিল্পী তথা অভিনেত্রী শ্রীনন্দা শঙ্কর। স্বামী গেভ সাতারাওয়ালার সঙ্গে তাঁর দীর্ঘ পথচলা যে আর সম্ভব নয়, সে কথা নিজেই সোশ্যাল মিডিয়ায় স্পষ্ট করলেন তনুশ্রী ও আনন্দ শংকরের কন্যা। গত কয়েক মাস ধরে স্টুডিও পাড়ায় তাঁদের সম্পর্ক নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছিল, অভিনেত্রীর সেই ধোঁয়াশা কাটিয়ে দিলেন নিজেই। স্পষ্ট জানালেন, তিনি বিচ্ছেদের পথে হাঁটছেন।

প্রখ্যাত নৃত্যশিল্পী দম্পতি তনুশ্রী শঙ্কর ও আনন্দ শঙ্করের কন্যা শ্রীনন্দা ২০০৯ সালে সাত পাকে বাঁধা পড়েছিলেন পার্সি যুবক গেভ সাতারাওয়ালার সঙ্গে। বিয়ের পর থেকেই মুম্বই ছিল তাঁর পাকাপাকি ঠিকানা। তবে কাজের প্রয়োজনে নিয়মিত যাতায়াত করতেন কলকাতায়। দীর্ঘদিন সুখে ঘর করার পর হঠাৎ কেন এই দূরত্ব, তা নিয়ে গুঞ্জন দানা বেঁধেছিল বেশ কিছুদিন আগে থেকেই। উৎসবের মরসুম থেকে পারিবারিক অনুষ্ঠান— সব জায়গাতেই দু’জনকে আলাদা দেখতে পাওয়া যাচ্ছিল। সোশাল মিডিয়ায় শ্রীনন্দা নিজেই জানালেন, বাইরে থেকে দাম্পত্য যেমনই দেখতে লাগুক। অন্দরের কাহিনি একেবারেই আলাদা।

সোশ্যাল মিডিয়ায় নিজের ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুলতে গিয়ে শ্রীনন্দা জানান, ”বিচ্ছেদের এই সিদ্ধান্ত হঠাৎ নেওয়া নয়। জীবন সবসময় আমাদের প্রত্যাশা বা পরিকল্পনা মতো চলে না, আর সেই কঠিন বাস্তবকে মেনেই তাঁরা দু’জন আলাদা পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন। শ্রীনন্দার কথায়, “অনেকেই হয়তো আগে থেকে বুঝতে পেরেছিলেন, তবে বিষয়টি প্রকাশ্যে ঘোষণা করার জন্য আমাদের খানিকটা সময় প্রয়োজন ছিল।”

অভিনেত্রী আরও লেখেন যে, এই বিচ্ছেদ তাঁদের দু’জনের জন্যই মানসিক শান্তি বয়ে এনেছে। সিদ্ধান্তটি বেদনাদায়ক হলেও তা অত্যন্ত পরিণত এবং ভেবেচিন্তে নেওয়া। তবে ব্যক্তিগত জীবনের এই গোপনীয়তা বজায় রাখতে চান তিনি। শ্রীনন্দা সাফ জানিয়ে দিয়েছেন, এই বিষয়ে তিনি বা তাঁর মা তনুশ্রী শঙ্কর সংবাদমাধ্যমের কাছে কোনও বাড়তি প্রতিক্রিয়া দেবেন না। “আমাদের ব্যক্তিগত জীবনকে দয়া করে সম্মান করবেন, অনুরাগীদের কাছে এটাই তাঁর বিনীত অনুরোধ।

বছরের শেষে শ্রীনন্দার এই বিচ্ছেদের খবর তাঁর অনুরাগী মহলে কিছুটা বিষাদের ছায়া ফেললেও, তাঁর মানসিক শক্তি ও স্পষ্টবাদিতাকে কুর্নিশ জানিয়েছেন নেটিজেনরা।