নগ্ন ছবি দেখিয়ে টাকা তুলত ভাই! বিস্ফোরক অভিনেত্রী
পরিচালক থেকে প্রযোজকদের মাথায় ঘোরে সেই পর্ন ছবিই। কিন্তু সানি লিওন এমনটা চাননি। প্রথম থেকেই বলেছিলেন তিনি অভিনেত্রী হতে চান, তাঁর অতীতকে একেবারে মুছে ফেলে।

হাজার চেষ্টা করেও, কপাল থেকে নীল ছবির নায়িকা তকমাটা একেবারে মুছে ফেলতে পারলেন না সুন্দরী সানি লিওন। এখনও তাঁকে ছবিতে নেওয়ার সময়, পরিচালক থেকে প্রযোজকদের মাথায় ঘোরে সেই পর্ন ছবিই। কিন্তু সানি লিওন এমনটা চাননি। প্রথম থেকেই বলেছিলেন তিনি অভিনেত্রী হতে চান, তাঁর অতীতকে একেবারে মুছে ফেলে। কিন্তু দেখুন, যখনই সানি লিওনের কথা আসে, তখনই প্লেবয় ম্যাগাজিন, পর্ন ছবির কথা আসবেই।
আসলে সানি লিওনই হলেন একমাত্র মহিলা, যিনি ভারতীয় হয়ে প্রথম প্লেবয় ম্যাগাজিনের কভারে সুযোগ পেয়েছিলেন। যৌনতার দুনিয়ায়, হইচই ফেলে দিলেও, এর ফলে সানির জীবন হয়ে গিয়েছিল কঠিন। এমনকী, মা-বাবার কাছে বড্ড ছোট হয়ে গিয়েছিলেন অভিনেত্রী। বেরিয়ে যেতে হয়েছিল বাবার বাড়ি থেকে। কিন্তু জানেন কি? সানির মা-বাবা, তাঁর উপর বিরক্ত হলেও, এই নগ্নতাকে বিক্রি করে, সানির ভাই পকেটে পুরেছিলেন প্রচুর টাকা!
View this post on Instagram
হ্য়াঁ, সানিকে নিয়ে তৈরি হওয়া তথ্যচিত্রে সানি এমনটাই জানিয়ে ছিলেন। সেখানেই দেখানো হয়েছিল, সানির কাছ থেকে অটোগ্রাফ নিয়ে তাঁর ভাই, বন্ধুদের কাছে মোটা টাকায় বিক্রি করতেন ছবি। আর এভাবেই সানির ছবি বিক্রি করে পকেট মানি তুলতেন অভিনেত্রীর ভাই।
