AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

অনন্যার সঙ্গে প্রেম ভাঙার পর ফের শ্রদ্ধার দিকে মন গেল আদিত্যর? শুরু আলোচনা

আদিত্য রায় কাপুর এবং শ্রদ্ধা কাপুর বলিউডের দুই 'গুড লুকিং' অভিনেতা-অভিনেত্রী। এককালে তাঁদের নিয়ে কম প্রেমের চর্চা হয়নি। 'আশিকি ২' মুক্তি পাওয়ার পরে তাঁদের নিয়ে হয়েছিল অনেক আলেচনা। শোনা গিয়েছিল শ্রদ্ধা এবং আদিত্য নাকি চুটিয়ে প্রেম করছেন। যদিও নিজেদের সম্পর্কের কথা কোনও দিনই প্রকাশ্যে স্বীকার করেননি তাঁরা।

অনন্যার সঙ্গে প্রেম ভাঙার পর ফের শ্রদ্ধার দিকে মন গেল আদিত্যর? শুরু আলোচনা
| Edited By: | Updated on: Sep 25, 2024 | 1:46 PM
Share

আদিত্য রায় কাপুর এবং শ্রদ্ধা কাপুর বলিউডের দুই ‘গুড লুকিং’ অভিনেতা-অভিনেত্রী। এককালে তাঁদের নিয়ে কম প্রেমের চর্চা হয়নি। ‘আশিকি ২’ মুক্তি পাওয়ার পরে তাঁদের নিয়ে হয়েছিল অনেক আলেচনা। শোনা গিয়েছিল শ্রদ্ধা এবং আদিত্য নাকি চুটিয়ে প্রেম করছেন। যদিও নিজেদের সম্পর্কের কথা কোনও দিনই প্রকাশ্যে স্বীকার করেননি তাঁরা। শোনা যায়, নীরবে তাঁদের প্রেম যেমন হয়েছিল তেমনই নীরবেই ভেঙে যায় তাঁদের সম্পর্ক।

এরই হঠাত্‍ দেখা গেল মুম্বইয়ে একটি অনুষ্ঠানে আলিঙ্গনবদ্ধ নায়ক এবং নায়িকা। এ দিন কালো শাড়িতে সেজেছিলেন শ্রদ্ধা। আর আদিত্য়র পরনে ছিল কালো স্যুট। শ্রদ্ধাকে দেখেই তাঁকে জড়িয়ে ধরলেন আদিত্য। সেই ছবি দেখে সকলের মনে প্রশ্ন, তাহলে কি উঁকি দিচ্ছে পুরনো প্রেম? তাঁদের মধ্যে প্রেমের উঁকি দিয়েছে কিনা তা জানা না গেলেও এই জুটি বাকিদের মনে সেই আশিকি ২ -এর অনেক মুহূর্ত মনে করিয়ে দিয়েছে।

সম্প্রতি ‘স্ত্রী ২’-এর সাফল্যে নায়িকাকে নিয়ে জয়জয়কার। এ দিন মুম্বইয়ে একই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তাঁরা। কালো শাড়িতে অভিনেত্রীকে দেখেই ছবি তুলতে শুরু করে আলোকচিত্রীরা। এমনকি নায়িকার দিকে তাকিয়ে ছিলেন আদিত্যও। নিজের সহ-অভিনেতাকে দেখেই এগিয়ে গেলেন শ্রদ্ধা। পরস্পরকে জড়িয়ে ধরলেন তাঁরা। সকলের মনে প্রশ্ন তবে কি অনন্যা পান্ডের সঙ্গে প্রেম ভাঙার পর নতুন করে কিছু ভাবছেন আদিত্য? তা অবশ্য নিশ্চিত করে বলা যাচ্ছে না।