কমলালেবু কেমন করে খান, মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করে ট্রোলিংয়ের মুখে অক্ষয়
সম্প্রতি একটা ইভেন্টে, অক্ষয় কুমার তাঁকে নিয়ে ঠাট্টা করা মানুষদের খোঁচা দিয়েছেন — যারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘আম’ নিয়ে প্রশ্ন করার জন্য তাঁকে নিয়ে উপহাস করেছিল। তিনি মজা করে বলেন, “আমি আর ভুল সংশোধন করা না!” ২০১৯ সালে অক্ষয় কুমার শিরোনামে এসেছিলেন, যখন তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাক্ষাৎকার নিয়েছিলেন। তাঁকে জিজ্ঞাস করেছিলেন, তিনি কি আম খান — সেই মুহূর্তটি শুধু ট্রোলিং নয়, সোশ্যাল মিডিয়ায় এক মিম উৎসব ডেকে এনেছিল। এবার সেই ভাইরাল ঘটনা আবারও স্মরণ করলেন অভিনেতা। এবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশকে কমলালেবু নিয়ে একই ধরনের প্রশ্ন করেছেন নায়ক।

সম্প্রতি একটা ইভেন্টে, অক্ষয় কুমার তাঁকে নিয়ে ঠাট্টা করা মানুষদের খোঁচা দিয়েছেন — যারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘আম’ নিয়ে প্রশ্ন করার জন্য তাঁকে নিয়ে উপহাস করেছিল। তিনি মজা করে বলেন, “আমি আর ভুল সংশোধন করা না!” ২০১৯ সালে অক্ষয় কুমার শিরোনামে এসেছিলেন, যখন তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাক্ষাৎকার নিয়েছিলেন। তাঁকে জিজ্ঞাস করেছিলেন, তিনি কি আম খান — সেই মুহূর্তটি শুধু ট্রোলিং নয়, সোশ্যাল মিডিয়ায় এক মিম উৎসব ডেকে এনেছিল। এবার সেই ভাইরাল ঘটনা আবারও স্মরণ করলেন অভিনেতা। এবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশকে কমলালেবু নিয়ে একই ধরনের প্রশ্ন করেছেন নায়ক।
মঙ্গলবার মুম্বইয়ে অনুষ্ঠিত একটা অনুষ্ঠানে দেবেন্দ্র ফড়নবীশের সাক্ষাৎকার নিতে মঞ্চে উঠেছিলেন অক্ষয় কুমার। অক্ষয় বলেন, “আজ খুব সুন্দর একটা দিন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের মুখ্যমন্ত্রী মহাশয়। আজ আমার একটা সুযোগ হয়েছে… এটা আমার জীবনে দ্বিতীয়বার, যখন আমি কারও সাক্ষাৎকার নিচ্ছি। প্রথমবার সুযোগ পেয়েছিলাম প্রধানমন্ত্রীজির সাক্ষাৎকার নেওয়ার। আর এখন আমাদের মুখ্যমন্ত্রী মহাশয়ের সাক্ষাৎকার নেওয়ার সুযোগ পেয়েছি।”
এরপর অভিনেতা বলেন, “স্যর, আমি প্রধানমন্ত্রীজিকে একটা প্রশ্ন করেছিলাম — আপনি আম কীভাবে খান? — তখন সবাই আমার উপহাস করেছিল। কিন্তু স্যর, আমি বদলাব না।” এরপর অক্ষয় মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করেন কমলালেবু নিয়ে। “আপনি নাগপুর থেকে এসেছেন, আর নাগপুর কমলার জন্য বিখ্যাত। আমি জানতে চাইছিলাম, আপনি কি কমলালেবু খেতে ভালোবাসেন?”, প্রশ্ন করেন অক্ষয়।
জবাবে দেবেন্দ্র ফড়নবীস বলেন, তিনি কমলালেবু খেতে পছন্দ করেন — সাধারণত কমলালেবুকে অর্ধেক করে কেটে, তাতে একটু নুন ছিটিয়ে খান — একদম যেমনভাবে কেউ আম খায়। তিনি মজা করে বলেন, “এই স্টাইলে কমলালেবু খাওয়া শুধুমাত্র আসল লোকেরাই জানে।” অক্ষয় তখন হেসে বলেন, “আজ আমি একটা নতুন জিনিস শিখলাম, আর আমি অবশ্যই এটা ট্রাই করব।” এই ঘটনার পর সোশ্যাল মিডিয়াতে আবারও ট্রোলিংয়ের মুখেই পড়ছেন অক্ষয়।
