AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

লুকিয়ে বিয়ে করলেন স্বীকৃতি! নায়িকা বললেন, ‘বিষয়টা অনেক দিন আগেই…’

Swikriti Majumder: চুপিচুপি বিয়ে সারলেন অভিনেত্রী স্বীকৃতি মজুমদার। কিছু দিন আগে পর্যন্ত তাঁকে দর্শক দেখেছেন 'আলোর কোলে' সিরিয়ালে। তার আগে নায়িকার অভিনীত 'মেয়েবেলা' সিরিয়ালটি দর্শকের বেশ নজর কাড়ে। তবে কখনও তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি আলোচনা হয়নি। আচমকাই প্রকাশ্যে অভিনেত্রীর বিয়ের ছবি। নেটপাড়ায় ছড়িয়ে পড়েছে বিয়ের সাজে স্বীকৃতির নানা ছবি।

লুকিয়ে বিয়ে করলেন স্বীকৃতি! নায়িকা বললেন, 'বিষয়টা অনেক দিন আগেই...'
| Edited By: | Updated on: Oct 07, 2024 | 6:15 PM
Share

চুপিচুপি বিয়ে সারলেন অভিনেত্রী স্বীকৃতি মজুমদার। কিছু দিন আগে পর্যন্ত তাঁকে দর্শক দেখেছেন ‘আলোর কোলে’ সিরিয়ালে। তার আগে নায়িকার অভিনীত ‘মেয়েবেলা’ সিরিয়ালটি দর্শকের বেশ নজর কাড়ে। তবে কখনও তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি আলোচনা হয়নি। আচমকাই প্রকাশ্যে অভিনেত্রীর বিয়ের ছবি। নেটপাড়ায় ছড়িয়ে পড়েছে বিয়ের সাজে স্বীকৃতির নানা ছবি। তবে নায়িকার ইনস্টাগ্রাম বা কোনও ফটোগ্রাফির পেজে তাঁদের বিয়ের ছবি দেখা যায়নি।

তিনি কি তবে লুকিয়ে রাখতে চান পুরো বিষয়টাই? TV9 বাংলার তরফে শুভেচ্ছা জানাতে নায়িকাকে ফোন করা হলে তিনি কিছুটা অবাক হন ঠিকই। তবে বিয়ের খবর অস্বীকার করেননি। উল্টে বললেন, “বিষয়টি অনেক দিন আগে ঘটেছে। তবে ব্যক্তিগত বিষয়টাকে, ব্যক্তিগতই রাখতে চাই।” অভিনেত্রী সাফ জানিয়েছেন তিনি চান না তাঁর বিবাহিত জীবন বা ব্যক্তিগত জীবন নিয়ে কোনও আলোচনা হোক। এই কারণেই যে তিনি বিষয়টিকে পুরোই আড়ালে রেখেছেন সেটা কিছুটা হলেও আন্দাজ করা যায়। শোনা যাচ্ছে, সেপ্টেম্বরেই বিয়ে সেরেছেন তিনি।

যদিও বিয়ের আগে ঘুণাক্ষরেও টের পায়নি যে নায়িকা বিয়ে করছে বলে। কিন্তু গায়ে হলুদ, সঙ্গীত থেকে রিসেপশন সবটাই হয়েছে জমজমাট ভাবে। নায়িকার যে সমস্ত ছড়িয়ে পড়েছে তা দেখে বোঝা যাচ্ছে, বাঙালি মতে নয় অবাঙালি মতে বিয়ে করেছেন। নায়িকার স্বামীর নাম নাকি রাহুল। প্রকাশ্যে যদিও কোনও কিছু বলতেই নারাজ অভিনেত্রী। অনেক দিন হল শেষ হয়েছে সিরিয়াল। তাই অনুরাগীরা দুইয়ে দুইয়ে চার করেছেন। অনেকেই ধরে নিয়েছেন অভিনেত্রী বিয়ে করার জন্যই ছুটি নিচ্ছেন। তবে সবটাই ধোঁয়াশা। খুব শীঘ্রই কি সিরিয়ালের পর্দায় দেখা যাবে নায়িকাকে? অভিনেত্রী জানিয়েছেন যা হবে সবটাই পুজোর পরে হবে।