মারাত্মক সমস্যার মুখে অমিতাভ বচ্চন! কোন তথ্য সামনে আনলেন বিগ বি?
সিজনের শেষ পর্বে দর্শকদের উদ্দেশে এক আবেগঘন বার্তা দিয়েছিলেন অমিতাভ। তিনি বলেছিলেন, "আমি যখনই বলেছি 'আসছি', আপনারা দু-হাত বাড়িয়ে আমাকে স্বাগত জানিয়েছেন। আমি হাসলে আপনারা হেসেছেন, আমার চোখে জল এলে আপনারাও কেঁদেছেন। শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সফরসঙ্গী ছিলেন।

দীর্ঘ ১৭তম সিজন শেষে পর্দা নামল জনপ্রিয় গেম শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’ (KBC)-র। আর এই সমাপ্তির পর থেকেই এক গভীর শূন্যতা গ্রাস করেছে সঞ্চালক অমিতাভ বচ্চনকে। শুক্রবার রাতে শো-এর গ্র্যান্ড ফিনালে সম্প্রচারিত হওয়ার পর সামাজিক মাধ্যমে নিজের মনের কথা ভাগ করে নিয়েছেন বলিউডের এই শাহেনশাহ। দীর্ঘদিনের চেনা রুটিন আচমকা বদলে যাওয়ায় ৮৩ বছর বয়সী এই অভিনেতা বর্তমানে দিশেহারা বোধ করছেন।
নিজের ব্লগে অমিতাভ লিখেছেন, “সিজন শেষ হওয়ার পর মাত্র কয়েকটা দিন কেটেছে, কিন্তু এখন দিনগুলো যেন আর কাটতেই চায় না। কাজের জগতের সেই চেনা ছন্দ ফিরে পাওয়া দায় হয়ে দাঁড়িয়েছে। এখন মনে হচ্ছে, কোনও কাজ না থাকা মানে এক বিশাল জলমগ্ন মরুভূমির ওপর দিয়ে অলসভাবে হেঁটে চলা।” অভিনেতা স্পষ্ট জানিয়েছেন, এই স্থবিরতা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফেরার লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি।
কাজের প্রতি অত্যন্ত নিষ্ঠাবান হিসেবে পরিচিত ‘ডন’ অভিনেতা তাঁর ব্লগে আরও লিখেছেন, “এক জায়গায় আটকে গিয়েছি… এই ক্লান্ত পা জোড়াকে টেনে বের করে আবার এগিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা করছি।”
উল্লেখ্য, সিজনের শেষ পর্বে দর্শকদের উদ্দেশে এক আবেগঘন বার্তা দিয়েছিলেন অমিতাভ। তিনি বলেছিলেন, “আমি যখনই বলেছি ‘আসছি’, আপনারা দু-হাত বাড়িয়ে আমাকে স্বাগত জানিয়েছেন। আমি হাসলে আপনারা হেসেছেন, আমার চোখে জল এলে আপনারাও কেঁদেছেন। শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সফরসঙ্গী ছিলেন। শুধু এইটুকুই বলব—আপনারা আছেন বলেই এই খেলাটা আছে, আর এই খেলাটা আছে বলেই আমার অস্তিত্ব। আপনাদের অনেক ধন্যবাদ।” তাঁর এই কথা শুনে উপস্থিত দর্শকদের চোখেও জল দেখা গিয়েছিল।
