AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

One Thousand Sacked: কাজে এসে দেখলেন ঝুলছে তালা! বছর শুরুতেই কর্মহীন এক হাজার

Kamarhati News: প্রবর্তক জুটমিলের মালিকপক্ষ সেই নোটিসেই উল্লেখ করেছে যে মিল চালানোর জন্য় প্রয়োজনীয় কাঁচামালের অভাবেই অনির্দিষ্টকালের জন্য় তা বন্ধ করে দেওয়া হয়েছে। মালিকপক্ষের আরও দাবি, কাঁচাপাটের আকাশছোঁয়া দামের জেরে তাতে হাত দেওয়া সম্ভব হচ্ছে না।

One Thousand Sacked: কাজে এসে দেখলেন ঝুলছে তালা! বছর শুরুতেই কর্মহীন এক হাজার
কামারহাটিতে হাহাকারImage Credit: নিজস্ব চিত্র
| Edited By: | Updated on: Jan 06, 2026 | 9:21 AM
Share

উত্তর ২৪ পরগনা: বছর শুরু হল কাজ খুইয়ে। নতুন বছরের পাঁচ দিন কাটতেই কাজ হারালেন ১ হাজার শ্রমিক। যা ঘিরে ছড়াল উত্তেজনা। কাজ ফিরিয়ে দেওয়ার দাবিতে সরব হলেন শ্রমিকরা। ঘটনা কামারহাটির প্রবর্তক জুট মিলের। মঙ্গলবার সাতসকালে সেখানে তুঙ্গে ওঠে বিবাদ। জুটমিলে প্রবেশ করতে গিয়ে শ্রমিকরা দেখেন, লোহার গেটে তালা ঝুলিয়ে সাঁটিয়ে দেওয়া হয়েছে একটি নোটিস।

তাতে লেখা রয়েছে, অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হল জুটমিলটি। তারপরেই মাথায় হাত শ্রমিকদের। সবে বছর শুরু হয়েছে। ছেলেমেয়েদের স্কুল-কলেজে ভর্তি করা বাকি রয়েছে। এই সময় এমন সঙ্কটের জেরে চিন্তায় পড়েছেন তাঁরা। কিন্তু আচমকা জুট মিল বন্ধের কারণটাই বা কী? প্রবর্তক জুটমিলের মালিকপক্ষ সেই নোটিসেই উল্লেখ করেছে যে মিল চালানোর জন্য় প্রয়োজনীয় কাঁচামালের অভাবেই অনির্দিষ্টকালের জন্য় তা বন্ধ করে দেওয়া হয়েছে। মালিকপক্ষের আরও দাবি, কাঁচাপাটের আকাশছোঁয়া দামের জেরে তাতে হাত দেওয়া সম্ভব হচ্ছে না। তাই বিপাকে পড়েই এত বড় সিদ্ধান্ত। অবশ্য শ্রমিক পক্ষের দাবি, কর্তৃপক্ষ তাঁদের সঙ্গে ‘ধোঁকাবাজি’ করেছে।

এদিন এক বিক্ষোভরত শ্রমিক বলেন, ‘আমরা মালিকপক্ষের সঙ্গে প্রথম থেকেই সহযোগিতা করেছি। বারংবার একটাই আবেদন জানিয়েছি যে কোনও মতে যেন মিল বন্ধ না করা হয়। কাঁচাপাটের দাম বাড়ায় প্রথমে পাঁচ দিন মিল চালানো হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তারপর কমে হল চারদিন। এখন ওরা বন্ধই করে দিল।’ এই পরিস্থিতিতে রাজ্যের জুট-শ্রমিকদের পাশে দাঁড়ানোর আবেদন নিয়ে তাঁরা মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়, দমদমের সাংসদ সৌগত রায় এবং কামারহাটির বিধায়ক মদন মিত্রের কাছে দ্বারস্থ হতে পারেন বলেও জানিয়েছেন।

উল্লেখ্য, দেশজুড়ে চলা কাঁচাপাটের সমস্যা নিয়ে সম্প্রতি বস্ত্র মন্ত্রী গিরিরাজ সিংয়ের দফতরে একটি চিঠি লিখেছিলেন তৃণমূলের রাজ্যসভা সাংসদ তথা শ্রমিক সংগঠন INTUC সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তাতে আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ প্রভাবে কাঁচাপাটের দাম বৃদ্ধি, যার জেরে জুটি শ্রমিকদের কাজ চলে যাওয়ার প্রসঙ্গটি তুলে ধরেন তিনি।

মতুয়াদের একাংশকে নিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে শান্তনু ঠাকুর
মতুয়াদের একাংশকে নিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে শান্তনু ঠাকুর
মালদহে বন্ধ হয়ে গেল উন্নয়নের পাঁচালির প্রচার, কারণ ঘিরে অস্বস্তিতে TMC
মালদহে বন্ধ হয়ে গেল উন্নয়নের পাঁচালির প্রচার, কারণ ঘিরে অস্বস্তিতে TMC
ছাব্বিশে তৃণমূলের টার্গেট বেঁধে দিলেন অভিষেক, বার্তা দিলেন কেষ্টদেরও
ছাব্বিশে তৃণমূলের টার্গেট বেঁধে দিলেন অভিষেক, বার্তা দিলেন কেষ্টদেরও
শুভেন্দুর জেলায় তৃণমূলের 'অস্ত্র'-ই কি হাতিয়ার হবে বিজেপির?
শুভেন্দুর জেলায় তৃণমূলের 'অস্ত্র'-ই কি হাতিয়ার হবে বিজেপির?
ভোটের আগে এগরায় কী চলছে তৃণমূলে? চিন্তা বাড়ল শাসকদলের
ভোটের আগে এগরায় কী চলছে তৃণমূলে? চিন্তা বাড়ল শাসকদলের
এক আসন, প্রার্থী হওয়ার আশায় ১৬, কী হবে রতুয়ায়?
এক আসন, প্রার্থী হওয়ার আশায় ১৬, কী হবে রতুয়ায়?
উত্তরবঙ্গের দলীয় বিধায়কদের নিয়ে একটি বিশেষ বৈঠকে বসবেন অভিষেক
উত্তরবঙ্গের দলীয় বিধায়কদের নিয়ে একটি বিশেষ বৈঠকে বসবেন অভিষেক
গৌড়বঙ্গ সফরে অভিষেক বন্দ্যোপাধ্যায়
গৌড়বঙ্গ সফরে অভিষেক বন্দ্যোপাধ্যায়
নন্দীগ্রাম আন্দোলনের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি কে? নাম বললেন শুভেন্দু
নন্দীগ্রাম আন্দোলনের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি কে? নাম বললেন শুভেন্দু
'৬৫ সালের পর এবছর! আবহাওয়ার বড় আপডেট
'৬৫ সালের পর এবছর! আবহাওয়ার বড় আপডেট