রেখা-জয়া ছাড়া আরও এক নারীতে আসক্ত হন অমিতাভ! ধরা পড়তেই ঠাটিয়ে চড়

অমিতাভ বচ্চনের প্রেমজগৎ নিয়ে এত বছর পরেও মানুষের মনে কৌতূহল এতটুকু কমেনি। জয়া বচ্চনের সঙ্গে বিয়ে, রেখার সঙ্গে পরকীয়া-- এই কিসসা তো সকলেরই জানা। তবে জানেন কি আরও এক নারীর প্রেমে পড়েছিলেন অমিতাভ বচ্চন!

| Edited By: | Updated on: Jan 05, 2024 | 7:50 PM
অমিতাভ বচ্চনের প্রেমজগৎ নিয়ে এত বছর পরেও মানুষের মনে কৌতূহল এতটুকু কমেনি। জয়া বচ্চনের সঙ্গে বিয়ে, রেখার সঙ্গে পরকীয়া-- এই কিসসা তো সকলেরই জানা। তবে জানেন কি আরও এক নারীর প্রেমে পড়েছিলেন অমিতাভ বচ্চন!

অমিতাভ বচ্চনের প্রেমজগৎ নিয়ে এত বছর পরেও মানুষের মনে কৌতূহল এতটুকু কমেনি। জয়া বচ্চনের সঙ্গে বিয়ে, রেখার সঙ্গে পরকীয়া-- এই কিসসা তো সকলেরই জানা। তবে জানেন কি আরও এক নারীর প্রেমে পড়েছিলেন অমিতাভ বচ্চন!

1 / 8
ঘটনা সামনে আসতেই সে এক হুলস্থূল কাণ্ড। সহ্য করতে পারেননি প্রেমিকা রেখা। আর তারপর যা ঘটেছিল তা শুনলে রীতিমতো চমকে উঠবেন আপনি।

ঘটনা সামনে আসতেই সে এক হুলস্থূল কাণ্ড। সহ্য করতে পারেননি প্রেমিকা রেখা। আর তারপর যা ঘটেছিল তা শুনলে রীতিমতো চমকে উঠবেন আপনি।

2 / 8
অমিতাভ বচ্চন: অমিতাভে ছায়াসঙ্গীর নাম জিতেন্দর শিন্ডে। অভিতাভকে রক্ষা করার জন্য তিনি পান ১.২ কোটি টাকা।

অমিতাভ বচ্চন: অমিতাভে ছায়াসঙ্গীর নাম জিতেন্দর শিন্ডে। অভিতাভকে রক্ষা করার জন্য তিনি পান ১.২ কোটি টাকা।

3 / 8
 আচমকাই তিনি প্রেমে পড়েন এক ইরানিয়ান নৃত্যশিল্পীর। খবরটা পাঁচকান হতে বেশি সময় লাগেনি। খবর পৌঁছে যায় রেখার কাছেও।

আচমকাই তিনি প্রেমে পড়েন এক ইরানিয়ান নৃত্যশিল্পীর। খবরটা পাঁচকান হতে বেশি সময় লাগেনি। খবর পৌঁছে যায় রেখার কাছেও।

4 / 8
'লাওয়ারিশ'-এর সেটে ছুটতে ছুটতে পৌঁছে যান রেখা। 'এমনটা যে হতেই পারে না'-- আর তখনই নাকি ঘটে যায় সেই ঘটনা। অন্তত বলিউডে বেশ কিছু সূত্র দাবি করে এমনটাই।

'লাওয়ারিশ'-এর সেটে ছুটতে ছুটতে পৌঁছে যান রেখা। 'এমনটা যে হতেই পারে না'-- আর তখনই নাকি ঘটে যায় সেই ঘটনা। অন্তত বলিউডে বেশ কিছু সূত্র দাবি করে এমনটাই।

5 / 8
উত্তর চাইতে গিয়েছিলেন রেখা। কিন্তু সেটে গিয়ে ওভাবে জেরা করায় মেজাজ হারিয়ে ফেলেন অমিতাভ। ঠাস করে চড় কষিয়ে দেন রেখাকে। স্তম্ভিত হয়ে যান রেখা।

উত্তর চাইতে গিয়েছিলেন রেখা। কিন্তু সেটে গিয়ে ওভাবে জেরা করায় মেজাজ হারিয়ে ফেলেন অমিতাভ। ঠাস করে চড় কষিয়ে দেন রেখাকে। স্তম্ভিত হয়ে যান রেখা।

6 / 8
রাগে-অভিমানে 'সিলসিলা'র ছবির অফারও নাকি ফিরিয়ে দিয়েছিলেন তিনি। পরে যশ চোপড়া অনেক বুঝিয়ে রাজি করান তাঁকে।

রাগে-অভিমানে 'সিলসিলা'র ছবির অফারও নাকি ফিরিয়ে দিয়েছিলেন তিনি। পরে যশ চোপড়া অনেক বুঝিয়ে রাজি করান তাঁকে।

7 / 8
১৯৮১ সালে 'সিলসিলা' ও 'লাওয়ারিশ' এই দুটি ছবিই মুক্তি পেয়েছিল। তারপরেই ঘটনা তো সকলেরই জানা। ব্যাপক হিট হয় ছবি। হিট হয় রেখা-অমিতাভের সম্পর্কও।

১৯৮১ সালে 'সিলসিলা' ও 'লাওয়ারিশ' এই দুটি ছবিই মুক্তি পেয়েছিল। তারপরেই ঘটনা তো সকলেরই জানা। ব্যাপক হিট হয় ছবি। হিট হয় রেখা-অমিতাভের সম্পর্কও।

8 / 8
Follow Us: