AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

হাতে চোট পেলেন অনন্যা পান্ডে! আচমকা কী হল অভিনেত্রীর?

ছবিটির আরেকটি আকর্ষণীয় দিক হল তাঁর ভ্যানিটি ভ্যানের মিরর, যেখানে দেখা যাচ্ছে কিছু ক্লাসিক বলিউড পোস্টার। স্টিকারে লেখা ছিল “Main Apni Favourite Hoon”, 'যা যব উই মেট' ছবির বিখ্যাত ডায়ালগ। আয়নায় রয়েছে সলমন খান, করিশমা কাপুরের ছবিও।

হাতে চোট পেলেন অনন্যা পান্ডে! আচমকা কী হল অভিনেত্রীর?
| Updated on: Jan 28, 2026 | 1:47 PM
Share

বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডে নতুন বছরের শুরুতেই পেলেন চোট। পছন্দের অভিনেত্রীর চোট পাওয়ার খবর পেয়ে বেশ চিন্তিত ভক্তরা। চোট পাওয়ার কথা নিজেই ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। ঠিক কী হয়েছে চাঙ্কি পান্ডে কন্যার?

সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী একটি আয়নায় তোলা সেলফি শেয়ার করেছেন যেখানে দেখা যাচ্ছে তাঁর হাত স্লিং-এ বেঁধে রাখা। ছবির ক্যাপশনে লিখেছেন, “2026 mein nazar lag gayi!” – অর্থাৎ কারোর নজর লাগার কথা বলেছেন অভিনেত্রী।

ছবিতে দেখা যায় হালকা ধূসর হুডি আর আরামদায়ক পোশাক পরে আছেন অভিনেত্রী। যদিও বাম হাতের স্লিং দেখে অনেকেরই মনে হচ্ছে চোট গুরুতর, কিন্তু তাঁর মুখভঙ্গি আর ক্যাপশন থেকে বোঝা যাচ্ছে যে তিনি এটাকে তেমন গুরুত্ব দিচ্ছেন না।New Lead Fream (95)

ফ্যানরা অবশ্য চিন্তিত হয়ে অভিনেত্রীর দ্রুত সুস্থতা কামনা করেছেন। অনেকেরই প্রশ্ন কীভাবে চোট পেলেন অনন্যা? যদিও চোটের সঠিক কারণ এখনও শেয়ার করেননি অভিনেত্রী, তবে ক্যাপশন আর ছবি দেখে বোঝাই গিয়েছে বিষয়টিকে মজার ছলে নিয়েছেন তিনি।

ছবিটির আরেকটি আকর্ষণীয় দিক হল তাঁর ভ্যানিটি ভ্যানের মিরর, যেখানে দেখা যাচ্ছে কিছু ক্লাসিক বলিউড পোস্টার। স্টিকারে লেখা ছিল “Main Apni Favourite Hoon”, ‘যা যব উই মেট’ ছবির বিখ্যাত ডায়ালগ। আয়নায় রয়েছে সলমন খান, করিশমা কাপুরের ছবিও।

২৫ ডিসেম্বর অনন্যা অভিনীত “তু মেরি মেইন তেরা, মেইন তেরা তু মেরি” ছবিটি মুক্তি পেয়েছে। ছবিতে কার্তিক আরিয়ানের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। যদিও বক্স অফিসে তেমন হিট হয়নি ছবিটি। তবে ছবির গানের প্রশংসা করেছেন অনেকেই। অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন ভক্তরা। আবারও অভিনেত্রীকে বড় পর্দায় দেখার অপেক্ষায় রয়েছেন ভক্তরা।