অনির্বাণের কাজ থমকানোর আগে, তিনি কি হিট পাচ্ছিলেন?
২০২০ থেকে অনির্বাণ কী-কী ছবি করেছেন দেখে নেওয়া যাক। তখন করোনার মরসুম। দুর্গাপুজোতে মুক্তি পাওয়া 'ড্রাকুলা স্যার' বড় হিট নয়। অনির্বাণকে প্রধান মুখ করে 'মুখোশ' ফ্লপ ২০২১-এ। ২০২২-এ অভিনেতা হিসাবে তাঁর কোনও ছবি মুক্তি পায়নি। ২০২৩-এ 'মিথ্যে প্রেমের গান' সুপার ফ্লপ। 'আবার বিবাহ অভিযান' থেকে 'অথৈ', বক্স অফিসে সফল নয়। সেই কারণে ২০২৫-এ কেরিয়ারে মোড় ঘোরানোর জন্য অনির্বাণের তিন-চারটে ভালো ছবিতে কাজ করা দরকার বলে মনে করেন সিনেমাপ্রেমীদের একপক্ষ।

২০১৩ থেকে বাংলা ছবি করছেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। মানে ১২ বছর হয়ে গিয়েছে। ২০১৬-তে অরিন্দম শীলের হাত ধরে ‘ঈগলের চোখ’ ছবিতে কাজ করেছিলেন অনির্বাণ। ২০১৭-তে ‘ধনঞ্জয়’। তবে এই পরিচালকের সঙ্গে অভিনেতার সমীকরণ ঠিক নেই বলে খবর।
এরপর সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে অনির্বাণের লম্বা ইনিংস। সেখানে ‘গুমনামী’ হোক বা ‘দ্বিতীয় পুরুষ’ হোক, কখনও প্রসেনজিত্ চট্টোপাধ্যায়ের সঙ্গে থেকেছেন অনির্বাণ। আবার কখনও পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে থেকেছেন অনির্বাণ। টলিপাড়ায় চর্চা পরিচালক সৃজিতের সঙ্গে তাঁর সমীকরণ ঠিক ছিল না মাঝে। তবে এখন বিষয়টা ঠিক হয়েছে। যদিও সৃজিতের আগামী দুই ছবিতে অনির্বাণ নেই বলে খবর। অনির্বাণকে নিয়ে সৃজিত কবীর সুমনের বায়োপিক তৈরি করবেন বলে ঠিক করেছেন। সেই ছবি কবে হবে, এখনই বলা যাচ্ছে না।
২০২০ থেকে অনির্বাণ কী-কী ছবি করেছেন দেখে নেওয়া যাক। তখন করোনার মরসুম। দুর্গাপুজোতে মুক্তি পাওয়া ‘ড্রাকুলা স্যার’ বড় হিট নয়। অনির্বাণকে প্রধান মুখ করে ‘মুখোশ’ ফ্লপ ২০২১-এ। ২০২২-এ অভিনেতা হিসাবে তাঁর কোনও ছবি মুক্তি পায়নি। ২০২৩-এ ‘মিথ্যে প্রেমের গান’ সুপার ফ্লপ। ‘আবার বিবাহ অভিযান’ থেকে ‘অথৈ’, বক্স অফিসে সফল নয়। সেই কারণে ২০২৫-এ কেরিয়ারে মোড় ঘোরানোর জন্য অনির্বাণের তিন-চারটে ভালো ছবিতে কাজ করা দরকার বলে মনে করেন সিনেমাপ্রেমীদের একপক্ষ। তবে একটা সাক্ষাত্কারে অনির্বাণের বক্তব্য, ”কাজে প্রভাব পড়লে পড়বে। এই একপাক্ষিক খেলাটা অনেক দিন হয়ে গিয়েছে। মেঘনাদদের সামনে আসতে হবে এ বার”।
সম্প্রতি মুক্তি পেয়েছে অনির্বাণ অভিনীত ‘ভোগ’। এই বছর আর কোনও ওয়েব সিরিজ এত সমালোচনার মুখে পড়েনি। টেকনিশিয়ানদের ফেডারেশনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার আগে, ‘রঘুডাকাত’ ছবির অংশ হয়েছেন অনির্বাণ। তাই সেই শুটিংয়ে সমস্যা হবে না বলে আঁচ করা হচ্ছে। কিন্তু নির্ঝর মিত্রর পরিচালনায় নতুন ছবিতে অনির্বাণ কি কাজ করতে পারবেন? ১৯মে আইনি লড়াইয়ের কি শুনানি হয়, এখন সেটাই দেখার অপেক্ষা।
