“বড় একা লাগে”, মনে মনে গেয়ে উঠলেন অঙ্কুশ

Mar 10, 2021 | 6:30 PM

হঠাৎ এই রকম ভাবছেন কেন অঙ্কুশ? তাঁর ভাবনায় তো কোনও দোষ নেই।

বড় একা লাগে, মনে মনে গেয়ে উঠলেন অঙ্কুশ
অঙ্কুশ

Follow Us

খেলব হোলি, রং দেবো না তাই কখনও হয়….

না হয় না তো। মার্চ চলছে। দোল এল বলে। তবে ২০২১টা একটু অন্যরকম। দোল পূর্ণিমার আগেই রঙে রঙে চারিদিক মাখামাখি। তবে এবার নানা রঙ নয় মাত্র দুটি রঙে রেঙে উঠেছে শহর।সবুজ আর গেরুয়া।কে কোন রং গায়ে মাখবেন, বা কার গায়ে মাখাবেন তাই সর্বত্র চর্চিত। আর এই রঙ বদলের খেলায় মহা ফাঁপড়ে পড়েছেন অভিনেতা অঙ্কুশ।

লেফ্ট আউট’ অনুভব করছেন অঙ্কুশ। টুইট করে নায়ক লিখলেন “এতটা লেফ্ট আউট কোনওদিন ফিল করিনি”। হঠাৎ এই রকম ভাবছেন কেন অঙ্কুশ? ভাববে নাই বা কেন বলুন তো? তাঁর ভাবনায় তো কোনও দোষ নেই। যদি দেখেন কাছের সব বন্ধুরা এক সঙ্গে বাইরে চলে যাচ্ছে পড়াশোনা করতে একমাত্র আপনিই পড়ে আছেন। তখন ঠিক যেমনটা অনুভব হবে অঙ্কুশের অবস্থাও তাই।

 

একের পর এক তার সহকর্মীরা কেউ ঘাসফুলে না তো গেরুয়া শিবিরে। কৌশানি মুখোপাধ্যায় তৃণমূল। আবার রুদ্রনীল ঘোষ গেরুয়া শিবিরে। আর  বুধবার বনি সেনগুপ্তর পদ্ম শিবিরে যোগ দেওয়ার পর অবশেষে আর থাকতে না পেরে এই কৌতকপূর্ণ পোস্ট করলেন অভিনেতা।

তবে সবাই দোলের আগে রঙ খেলায় মাতলেও, অঙ্কুশ কিন্তু এখনও দোলপূর্ণিমার অপেক্ষাতেই বসে। তা অবশ্য তাঁর টুইটেই স্পষ্ট। কতগুলো হাসির স্মাইলি দিয়ে নায়কের উক্তি, “হোলি আসছে তখনই না হয় গায়ে রং লাগাব।” কেউ না হয় অপেক্ষাই করল দোলের পূর্ণিমার তিথির। ক্ষতি কি ! তাই না….

Next Article