দু’ সপ্তাহ ধরে পিরিয়ড, ভয়ঙ্কর কষ্ট, গোঁফের রেখা, স্ট্রাগলের কথা বললেন বনি-কন্যা
পলিসিস্টিক ওভারি সিনড্রোমের মতো সমস্যায় ভোগেন বহু মহিলা। বলিউডে এই বিষয়ে মুখ খুলেছেন বেশ কিছু ব্যক্তিত্ব। যেমন সারা আলি খান জানিয়েছিলেন, এই সমস্যা কীভাবে সামলেছেন তিনি। সম্প্রতি অনশুলা কোনও রাখঢাক না করে এই বিষয়ে কথা বলেছেন। যে কারণে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এমন কথোপকথন।

বনি কাপুরের চার সন্তানের মধ্যে সবচেয়ে কম প্রচারের আলো পড়েছে অনশুলা কাপুরের উপর। প্রযোজক বনি কাপুরের প্রথম বিয়ের দুই সন্তান অনুশুলা আর অর্জুন। অর্জুন সিনেমার নায়ক হয়েছেন বলেই, তাঁর উপর প্রচারের আলো বেশি ছিল। বনির দ্বিতীয় বিয়ে শ্রীদেবীর সঙ্গে। শ্রীদেবীর দুই কন্যা জাহ্নবী কাপুর আর খুশি কাপুর প্রথম থেকেই প্রচারের আলোতে ছিলেন। এখন তাঁরা নায়িকা হিসাবে কাজ করছেন। তবে অনশুলার প্রথম থেকেই চেহারা ভারী। তাঁকে বলিউডে নায়িকা হিসাবেও কাজ করতে দেখা যায়নি কোনওদিন।
সম্প্রতি একটা সাক্ষাত্কারে ১৪ বছর বয়সে কতটা সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়েছে অনশুলাকে, সে কথাই খোলসা করেছেন তিনি। অনুশুলার কথায়, ”কম বয়সে আমার সুন্দর চুল ছিল। কিন্তু তারপর গোঁফের রেখা দেখা দিল। আমার পিরিয়ড ভীষণ অনিয়মিত হতো। একবার টানা ১৪ দিন ভয়ঙ্কর পিরিয়ড হয়েছিল। মা বুঝেছিল, কিছু একটা গণ্ডগোল হচ্ছে। আমার পিরিয়ড শেষ হওয়ার জন্য অপেক্ষা করছিল। তখন সাংঘাতিক যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছিলাম আমি।’
পলিসিস্টিক ওভারি সিনড্রোমের মতো সমস্যায় ভোগেন বহু মহিলা। বলিউডে এই বিষয়ে মুখ খুলেছেন বেশ কিছু ব্যক্তিত্ব। যেমন সারা আলি খান জানিয়েছিলেন, এই সমস্যা কীভাবে সামলেছেন তিনি। সম্প্রতি অনশুলা কোনও রাখঢাক না করে এই বিষয়ে কথা বলেছেন। যে কারণে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এমন কথোপকথন।
এখন প্রচারের আলো অনশুলার উপর পড়লেও, নিয়মিত অভিনয় করার দিকে তাঁর ঝোঁক নেই। অর্জুনের সেই দিকে ঝোঁক থাকলেও, বেশ কিছু ফ্লপ ছবি নায়ককে কোণঠাসা করে দিয়েছে। আগামী দিনে ভাই-বোনের পথচলা কেমন হয়, সেটা দেখার অপেক্ষা।
