কারও সাতে পাঁচে থাকেন না তিনি। তাঁর জীবনযাত্রার বহরও একেবারেই সাদামাঠা। কথা হচ্ছে অরিজিৎ সিংয়ের। এই মুহূর্তে বলিউডের প্রথম সারির গায়ককে নিয়ে হঠাৎ করেই জোর আলোচনা। ভক্তদের একটা বড় অংশ খানিক রেগেই গিয়েছেন তাঁর উপর। কিন্তু কেন? সম্প্রতি একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। যে ভিডিয়ো দেখা গিয়েছে র্যাপার বাদশাহের সঙ্গে এক মঞ্চে গান গাইছেন অরিজিৎ। সেই ভিডিয়ো ভাইরাল হতেই এক ভক্ত লেখেন, “নিজেকে এত নীচে নামিয়ে ফেললেন আপনি? আর একজন লেখেন, আপনার থেকে এরকমটা মোটেও আশা করিনি।” আর এক ভক্তের বক্তব্য, “নিজেই তো একাই একশ। বাদশাহের মতো শিল্পীর সঙ্গে কোল্যাব করে নিজের মানই তো নামিয়ে ফেলছেন আপনি।
এই মুহূর্তে বলিউড থেকে টলিউডে অরিজিৎই পয়লা নম্বর গায়ক। বে জানেন কি, তাঁর গলা আদপে এরকম ছিল না। গলাকে শান দিয়ে, ভেঙে চুরে, নিজের উপর অমানসিক অত্যাচার করে ওই গলা তৈরি করতে হয়েছে তাঁকে– এ কথা খোদ অরিজিৎই জানিয়েছেন এক সাক্ষাৎকারে। তাঁর কথায়, “আমার গলা কী এরকম ছিল নাকি? আমার আগের গলা সকলে ঘেন্না করত। রীতিমতো, গলাকে ভেঙে ভেঙে টেক্সচার বানাতে হয়েছে আমায়। নিজেকে গড়তে হয়েছে। নিজের উপর অনেক অত্যাচার করেছি আমি।”
তবে তাঁর সেই ‘অত্যাচার’-এর সফল হয়েছেন তিনি। তাঁর খ্যাতি বিশ্বজোড়া। তিনি অপ্রতিরোধ্য। এই মুহূর্তে বলিউডের পয়লা নম্বর গায়কের তালিকায় রয়েছে তাঁর নাম। শুধু কি বলিউড? দেশের বাইরেও রয়েছে তাঁর খ্যাতি।