মালাইকা অতীত, অর্জুনের জীবনে নতুন প্রেম, বিয়ে কবে?
সম্প্রতি মুক্তি পেয়েছে অর্জুন কাপুর, ভুমি পেডনেকর, রাকুল প্রীত সিংয়ের নতুন ছবি মেরে বিবি কি হাজবেন্ড-এর ট্রেলার। এই ট্রেলার প্রকাশ অনুষ্ঠানেই অর্জুন ফাঁস করলেন মনের কথা।

মালাইকা অরোরার সঙ্গে বিচ্ছেদের বছর ঘোরেনি। কিন্তু তাঁর আগেই নতুন মনের মানুষ পেলেন অর্জুন কাপুর। আর এই মানুষটির সঙ্গেই নাকি ঘর বাঁধতে চলেছেন ইশকজাদের বিন্দাস নায়ক।
গপ্পোটা একটু খোলসা করে বলা যাক। সম্প্রতি মুক্তি পেয়েছে অর্জুন কাপুর, ভুমি পেডনেকর, রাকুল প্রীত সিংয়ের নতুন ছবি মেরে বিবি কি হাজবেন্ড-এর ট্রেলার। এই ট্রেলার প্রকাশ অনুষ্ঠানেই অর্জুন ফাঁস করলেন মনের কথা।
সাংবাদিকরা অর্জুনকে কাছে পেয়ে স্পষ্ট প্রশ্ন করলেন, আপনার বিয়ে কবে? এই প্রশ্নের উত্তরে অর্জুন জানান, এখনও তেমন কিছুই বলার মতো হয়নি। যদি হয় আমি অবশ্যই বলব। তবে আমার মনে হয়, আমার ব্যক্তিগত জীবন নিয়ে অনেক কিছুই আগে বলে ফেলেছি। আর নয়।
অর্জুন আরও বলেন, যখন সঠিক সময় আসবে, তখন অবশ্যই আমার স্ত্রীকে নিয়ে কথা বলব। তার আগে নয়। আর দয়া করে আমার ব্যক্তিগত জীবন নিয়ে ভুয়ো খবর ছড়ানো বন্ধ করুন।
মালাইকা ও অর্জুন কাপুর দুজনে যে সম্পর্কে রয়েছেন, তা কখনই দুজনে প্রকাশ করেননি। একসঙ্গে সোশাল মিডিয়ায় ছবি পোস্ট করলেও, তাঁদের প্রেমের খবর গোপনই ছিল। কিন্তু গত বছর হঠাৎ এক অনুষ্ঠানে অর্জুন কাপুর বলে ফেলেন, তিনি সিঙ্গল! আর তারপর থেকেই মালাইকা ও অর্জুনের বিচ্ছেদ খবরের শিরোনামে উঠে আসে। এমনকী, মালাইকাও নানা সময়, নানা ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন সোশাল মিডিয়ায়।
‘মেরে বিবি কি হাজবেন্ড’ ছবির ঝলক প্রকাশ্যে আসতেই, ফের দুম করে অর্জুনের প্রেমের বিষয় নিয়ে বলিউডে শোরগোল। তবে এই বিষয়ে অর্জুন কিন্তু একেবারেই চুপ।





