বনি কাপুরের বাড়িতে বাজছে সানাই, অর্জুনের বিয়ে?
হ্যাঁ, বনি কাপুরের মেয়ে অনশূলা কাপুরই এবার সাত পাকে বাঁধা পড়তে চলেছেন। পাত্র তাঁর দীর্ঘদিনের বয়ফ্রেন্ড রোহন ঠক্কর। সম্প্রতি নিউ ইয়র্কে অনশূলার অনামিকায় আংটি পরিয়ে বাগদান সেরে নিলেন রোহন। সঙ্গে ছিলেন অর্জুন কাপুরও।

বনি কাপুরের বাড়িতে এই মুহূর্তে তিনজন বিবাহযোগ্য, শ্রীদেবীর বড় কন্যা জাহ্নবী কাপুর, আরেকজন বনি কাপুরের ছেলে অর্জুন কাপুর ও মেয়ে অনশূলা। জাহ্নবী আপাতত, বয়ফ্রেন্ড শিখর পাহাড়িয়ার সঙ্গে দিব্যি রয়েছেন। আর অন্যদিকে মালাইকার সঙ্গে ব্রেকআপের পর অর্জুন রয়েছেন একাই। রইল বাকি অনশূলা। হ্যাঁ, বনি কাপুরের মেয়ে অনশূলা কাপুরই এবার সাত পাকে বাঁধা পড়তে চলেছেন। পাত্র তাঁর দীর্ঘদিনের বয়ফ্রেন্ড রোহন ঠক্কর। সম্প্রতি নিউ ইয়র্কে অনশূলার অনামিকায় আংটি পরিয়ে বাগদান সেরে নিলেন রোহন। সঙ্গে ছিলেন অর্জুন কাপুরও।
মা মারা যাওয়ার পর থেকে বোনকে সামলেছেন ভাই অর্জুন কাপুরই। শ্রীদেবীকে বিয়ে করায় বনি কাপুরের সঙ্গে দূরত্ব সৃষ্টি হয়েছিল তাঁদের এবং শ্রীদেবীর সঙ্গে যে অর্জুন ও অনশূলার সম্পর্ক ভাল ছিল না, তাও নানা সাক্ষাৎকারে স্পষ্ট জানিয়ে ছিলেন অর্জুন। তবে সে সব তিক্ততা এখন অতীত। অর্জুন কাপুর ও বনি কাপুরের মধ্যে সম্পর্কের সমীকরণ আগের তুলনায় অনেক মধুর। এমনকী, বনিও জানিয়েছেন, জাহ্নবী ও খুশির মতো, অর্জুন ও অনশূলাও তাঁর হৃদয়ের টুকরো। আর তাই তো অনশূলার বিয়ের প্রস্তুস্তি এখন তুঙ্গে। তবে বাগদান সারলেও, বিয়ের তারিখ ফাঁস করেন অনশূলা বা রোহন কেউই।
View this post on Instagram
