AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

জঙ্গি হামলায় শোকস্তব্ধ দেশ, কলকাতার রাত পার্টি নিয়ে বড় সিদ্ধান্ত আরিয়ানের

একদিকে পাকিস্তানি শিল্পীদের কাজ নিষিদ্ধ করা হয়েছে, তেমনই আবার বাতিল হচ্ছে ভারতের বুকে একের পর এক অনুষ্ঠান। অরিজিৎ সিং-ও বাতিল করলেন তাঁর আগামী কনসার্ট। এবার সেই তালিকায় নাম লেখালেন শাহরুখ পুত্র।

জঙ্গি হামলায় শোকস্তব্ধ দেশ, কলকাতার রাত পার্টি নিয়ে বড় সিদ্ধান্ত আরিয়ানের
| Edited By: | Updated on: Apr 25, 2025 | 6:32 PM
Share

পহেলগাঁওয়ের মর্মান্তিক জঙ্গি হামলায় ২৬ জন নিরীহ পর্যটকের প্রাণহানির পর গোটা দেশ শোকে আচ্ছন্ন। পাশাপাশি প্রত্যেকেই রাগে ফুঁসছেন। ২২ এপ্রিল যেন গোটা দেশের বুক কাঁপিয়ে দিয়ে গিয়েছে। এরপর থেকেই প্রতিবাদে সরব সকলেই। পাশাপাশি এ এক গভীর শোকের সময়। ফলে বিনোদনকে এই মুহূর্তে অনেকেই বাতিলের খাতায় রাখছেন। সিনেপাড়ার অন্দরমহলে তাই একাধিক রদবদল চোখে পড়ছে। একদিকে পাকিস্তানি শিল্পীদের কাজ নিষিদ্ধ করা হয়েছে, তেমনই আবার বাতিল হচ্ছে ভারতের বুকে একের পর এক অনুষ্ঠান। অরিজিৎ সিং-ও বাতিল করলেন তাঁর আগামী কনসার্ট। এবার সেই তালিকায় নাম লেখালেন শাহরুখ পুত্র।

আরিয়ান খান এবার বাতিল করলেন তাঁর কলকাতার পার্টি। আরিয়ান খান যখন কোনও পার্টিতে থাকেন, তখন তিনিই মধ‍্যমণি। তাঁকে ঘিরে থাকেন বন্ধুরা। অন‍্য সময়ে দেশের বাইরে বা মুম্বই শহরে পার্টি করেন। তবে কিছুদিন আগেই শাহরুখপুত্রের ইনস্টাগ্রাম স্টোরিতে ভেসে উঠেছিল কলকাতা শহরের নাম। হবে নাই বা কেন! কেকেআর তাঁর পরিবার। ২৬ এপ্রিল শহরে কেকেআর-এর যে ম‍্যাচ রয়েছে, সেই দিন শহরে থাকবেন আরিয়ান। সেই উপলক্ষ্যেই তিনি একটা মনে রাখার মতো পার্টির আয়োজন করেছিলেন। সেই খবর প্রথম দিয়েছিল TV9 বাংলা। দেশের পরিস্থিতির দিকে লক্ষ্য রেখে এবার সেই পার্টিই হল বাতিল।

রাজদীপ চক্রবর্তীর তত্ত্বাবধানে আয়োজন করা হয়েছিল গ্ল‍্যামার নাইট। রাজদীপের তরফে টলিপাড়ার তাবড় তারকাদের কাছে আমন্ত্রণ গিয়েছিল। নজরকাড়া খবর ছিল, আরিয়ানের তরফে শহরের নায়িকাদের জন্য বিশেষ আমন্ত্রণপত্র তৈরি করা হয়েছিল। সেখানে নায়িকাদের নাম লেখা রয়েছে। তার মানে এমন নয়, শহরের নায়ক-অভিনেতারা পার্টিতে আমন্ত্রিত নন। তবে নায়িকাদের বিশেষ সম্মান জানাতেই, এমন আমন্ত্রণপত্র তৈরি করা হয়েছে বলে জানা গিয়েছিল। দর্শনা বণিক, ইধিকা পাল, কৌশানী মুখোপাধ্যায়, লহমা ভট্টাচার্য, মনামী ঘোষ, নুসরত জাহান, ঐন্দ্রিলা সেন, রুক্মিণী মৈত্র, সম্পূর্ণা লাহিড়ী, সুস্মিতা চট্টোপাধ্যায়, তৃণা সাহার মতো অভিনেত্রীদের জন্য ছিল আমন্ত্রণপত্র। শুভশ্রী গঙ্গোপাধ্যায় আর মিমি চক্রবর্তীকে আমন্ত্রণ জানানো হয়েছিল বলে খবর। তবে সবটাই এখন বন্ধ। আরিয়ান খান তাঁর সোশ্যাল মিডিয়া মারফৎ তা স্পষ্ট করে দিয়েছেন। যদিও আগামীতে তা আবারও আয়োজন করা হবে কি না, সেই বিষয় এখনও কিছু উল্লেখ করেননি খান-পুত্র।