AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ভয়াবহ দুর্ঘটনার কবলে আশিস বিদ্যার্থী ও তাঁর স্ত্রী রুপালি

গুয়াহাটির গীতানগর থানা এলাকার ‘দ্য গুয়াহাটি অ্যাড্রেস’ হোটেলের সামনে এই দুর্ঘটনাটি ঘটে। আশিস ও রুপালি রাস্তা পার হচ্ছিলেন, সেই সময় চানমারির দিক থেকে আসা একটি অত্যন্ত দ্রুতগামী বাইক নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি তাঁদের ধাক্কা মারে।

ভয়াবহ দুর্ঘটনার কবলে আশিস বিদ্যার্থী ও তাঁর স্ত্রী রুপালি
| Updated on: Jan 03, 2026 | 3:44 PM
Share

শুক্রবার রাতে গুয়াহাটিতে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়লেন জনপ্রিয় অভিনেতা আশিস বিদ্যার্থী ও তাঁর স্ত্রী রুপালি বড়ুয়া। নৈশভোজ সেরে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী মোটরসাইকেল তাঁদের ধাক্কা মারে। ঘটনার পরেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। তবে আশস্ত করে অভিনেতা জানিয়েছেন, তাঁরা দুজনেই এখন বিপদমুক্ত।

ঠিক কী ঘটেছিল?

সূত্রের খবর, গুয়াহাটির গীতানগর থানা এলাকার ‘দ্য গুয়াহাটি অ্যাড্রেস’ হোটেলের সামনে এই দুর্ঘটনাটি ঘটে। আশিস ও রুপালি রাস্তা পার হচ্ছিলেন, সেই সময় চানমারির দিক থেকে আসা একটি অত্যন্ত দ্রুতগামী বাইক নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি তাঁদের ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় অভিনেতা ও তাঁর স্ত্রীর পাশাপাশি বাইক চালকও আহত হন। স্থানীয় বাসিন্দারা তৎক্ষণাৎ পুলিশে খবর দিলে গীতানগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁদের উদ্ধার করে। বাইক চালককে চিকিৎসার জন্য গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

হাসপাতাল থেকে আশিসের দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ভক্তমহলে উদ্বেগের সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে শনিবার হাসপাতাল থেকেই ইনস্টাগ্রাম লাইভে আসেন জাতীয় পুরস্কার জয়ী এই অভিনেতা। তিনি বলেন, “নানা জায়গায় নানা খবর রটছে, তাই ভাবলাম নিজেই সত্যিটা জানাই। গতকাল রাস্তা পার হওয়ার সময় একটি বাইক আমাদের ধাক্কা মারে। আমি একদম ঠিক আছি, কথা বলতে ও হাঁটতে পারছি। সামান্য চোট লেগেছে মাত্র। তবে সাবধানতা বজায় রাখতে রুপালিকে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।”

উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ অভিনেতা আরও জানান যে তিনি পুলিশের মাধ্যমে আহত বাইক চালকেরও খোঁজ নিয়েছেন এবং জানতে পেরেছেন যে ওই যুবক এখন জ্ঞান ফিরে পেয়েছেন। অহেতুক আতঙ্ক না ছড়ানোর অনুরোধ জানিয়ে আশিস বলেন, “বিষয়টিকে নিয়ে অতিরঞ্জিত কিছু করার প্রয়োজন নেই। আমরা ভালো আছি। অ্যাপোলো হাসপাতালের জরুরি বিভাগের কর্মীরা আমাদের খুব যত্ন নিচ্ছেন। আপনাদের শুভেচ্ছার জন্য ধন্যবাদ।”

উল্লেখ্য, আশিস বিদ্যার্থীকে শেষবার করণ জোহরের রিয়েলিটি শো ‘দ্য ট্রেইটরস’-এ দেখা গিয়েছিল। গুয়াহাটির এই ঘটনায় তাঁর অগণিত অনুরাগী দ্রুত আরোগ্য কামনা করেছেন।