পরমব্রতর স্বপ্নপূরণ! শিকাগো বিমানবন্দরে একান্ত সময় কাটালেন পাকিস্তানি ক্রিকেট তারকা ওয়াসিম আক্রমের সঙ্গে

Parambrata Chattpadhyay-Wasim Akram: শিকাগোর বিমানবন্দরে ওয়াসিম আক্রমের সঙ্গে দেখা করলেন অভিনেতা-পরিচালক-প্রযোজক পরমব্রত চট্টোপাধ্যায়। দারুণ কিছু সময় কাটালেন তাঁর সঙ্গে। তারপর কিংবদন্তির সঙ্গে সেলফি তুললেন তাঁর এই বাঙালি অনুরাগী। সেই ছবি পরমব্রত শেয়ার করেছেন নিজ সোশাল মিডিয়ার পাতায়। লিখলেন কিছু কথাও।

পরমব্রতর স্বপ্নপূরণ! শিকাগো বিমানবন্দরে একান্ত সময় কাটালেন পাকিস্তানি ক্রিকেট তারকা ওয়াসিম আক্রমের সঙ্গে
পরমব্রত-ওয়াসিম।
Follow Us:
| Updated on: Jul 16, 2024 | 12:37 PM

তিনি নিজেও তারকা। তাঁর সঙ্গে সেলফি তোলার অনুরোধ করেন অনেকেই। কিন্তু তিনি? তিনি কাদের সঙ্গে সেলফি তোলার জন্য উদগ্রীব থাকেন? জানতে চান? সেই তারকার নাম পরমব্রত চট্টোপাধ্যায়। পছন্দের মানুষের কাছে গিয়ে নিজে থেকেই সেলফি তোলার অনুরোধ করেন তিনি। তেমনই এক ব্যক্তি, তথা কিংবদন্তির সঙ্গে শিকাগো বিমানবন্দরে দেখা হয়ে গেল পরমব্রতর। এবং একটুও সময় নষ্ট না করে সেলফিটা তুলেই ফেললেন অভিনেতা-পরিচালক-প্রযোজক।

সম্প্রতি মার্কিন মুলুকে আয়োজিত এনএবিসিতে সস্ত্রীক অংশ নিতে গিয়েছিলেন পরমব্রত। ফেরার দিন বিমানবন্দরে দারুণ এক ঘটনা ঘটে গেল পরমব্রতর সঙ্গে। দেখা হল পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেট তারকা ওয়াসিম আক্রমের। যাঁর খেলা দেখে শৈশব কাটিয়েছেন পরমব্রত। ওয়াসিমের সঙ্গে সেলফি তুলেছেন। সেই সেলফি এবং বিমান বন্দরে কাটানো মুহূর্তের ছবি পোস্ট করেছেন পরমব্রত।

পরমব্রত লিখেছেন, “এনএবিসিতে সুন্দর কিছু মুহূর্ত কাটালাম। এক বন্ধুর বাড়িতে ছিলাম। শহরটা ঘুরে দেখলাম স্ত্রীর সঙ্গে। অনেক মানুষের সঙ্গে দেখা হল আমাদের। তারপর এল বাড়ি ফেরার পালা। বিমানবন্দরে চিল করছিলাম। তারপরই আমার দেখা হল এক কিংবদন্তির সঙ্গে। তাঁর সঙ্গে একটা সেলফি তোলা থেকে নিজেকে আর বিরত রাখতে পারলাম না। অনুরোধ করেই ফেললাম। এই সেলফিটা যে তুলতেই হত আমাকে। ওয়াসিম আক্রম–আমি সারাজীবন আপনার ভক্তই থেকে যাব। আমার সেলফি তোলার অনুরোধ রক্ষা করার জন্য আপনাকে অনেক-অনেক ধন্যবাদ।”