সৃজলা প্রাক্তন, অঙ্গনাই নতুন ‘প্রেমিকা’! অথচ প্রেমদিবসে রোহন গেলেন…
এর আগে অভিনেত্রী সৃজলা গুহর সঙ্গে সম্পর্কে ছিলেন রোহন। তবে তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। শোনা যায়, ধারাবাহিকে অভিনয় করতে গিয়ে নাকি সহ অভিনেতার প্রেমে পড়েছেন সৃজলা।

রোহন ভট্টাচার্য– ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তিনি। বর্তমানে ‘তুমি আশেপাশে থাকলে’ নামক এক মেগায় দেখা যাচ্ছে রোহনকে। শোনা যাচ্ছে এই ধারাবাহিকেই তাঁর সহ অভিনেত্রী অঙ্গনা রায়ের সঙ্গে জমে উঠেছে রোহনের প্রেম। তবে প্রেমদিবস রোহন কাটালেন অন্য কারও সঙ্গে। কে সে? সে আর কেউ নয়, রোহনের নতুন কেনা লাল গাড়ি। তা পুজো দিয়েই শুরু হল তাঁর প্রেমদিবস।
এর আগে অভিনেত্রী সৃজলা গুহর সঙ্গে সম্পর্কে ছিলেন রোহন। তবে তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। শোনা যায়, ধারাবাহিকে অভিনয় করতে গিয়ে নাকি সহ অভিনেতার প্রেমে পড়েছেন সৃজলা। ২০২২-এর মাঝামাঝি প্রেম ভাঙে ওঁদের। সে সময় এ নিয়ে মুখ খুলেছিলেন তিনি। বলেছিলেন, “আমাদের নিজেদের অনেক দিনের অনেক রকম প্রবলেমের কারণেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। এই সময়টা আমাদের দুজনের জন্যই খুব কঠিন। আশা করি সেটা বুঝে আমাদের তেমন ভাবেই স্পেস দেওয়া হবে।” তবে আবারও নতুন ভাবে জীবন গুছিয়ে নিয়েছেন রোহন, সে ইঙ্গিত মিলতেই খুশি তাঁর ভক্তরা।
View this post on Instagram





