অভিনবের আরও কাছে আসব, সমস্ত সীমারেখা পার করব: রাখি সবন্ত

এ বারের বিগ বসে অভিনব শুক্লা, স্ত্রী রুবিনা এবং সহ প্রতিযোগী রাখি সবন্ত ত্রিকোণ সম্পর্ক আচমকাই সব হিসেবে বদলে দিচ্ছে বিগবসের বাড়িতে।

অভিনবের আরও কাছে আসব, সমস্ত সীমারেখা পার করব: রাখি সবন্ত
বাঁ দিক থেকে - রাখি, অভিনব এবং রুবিনা।
Follow Us:
| Updated on: Jan 18, 2021 | 1:18 PM

বিগবস ১৩-তে এক ‘শুক্লা’র ‘প্রেম’ দেখেছিল নেটিজেন। বিগবস ১৪-তে আর এক ‘শুক্লা’র ‘প্রেম’ নিয়েও শুরু হয়েছে জোর চর্চা। প্রথম ক্ষেত্রে তা ত্রিকোণ ছিল না। সিদ্ধার্থ শুক্লা-শেহনাজ গিলের দুষ্টু-মিষ্টি সম্পর্ক বড়ই পছন্দ ছিল অনুরাগীদের। কিন্তু এ বারের বিগ বসে অভিনব শুক্লা, স্ত্রী রুবিনা এবং সহ প্রতিযোগী রাখি সবন্ত ত্রিকোণ সম্পর্ক আচমকাই সব হিসেবে বদলে দিচ্ছে বিগবসের বাড়িতে।

যত দিন যাচ্ছে ততই যেন অভিনবের প্রতি ভালবাসা বেড়ে যাচ্ছে রাখির। প্রকাশ্যেই তা নিয়ে কথা বলছেন তিনি। এমনকি অনুষ্ঠানের সঞ্চালক সলমন খানকেও রাখি সরাসরি বলেছেন, অভিনবের মধ্যেই নিজের স্বামীকে খুঁজে পান রাখি। সম্প্রতি বিগবস হাউজে রাখি বলেন, “আমার স্বামী এখানে নেই। আমি অভিনবের আরও কাছে আসব। রুবিনার স্বামী (অভিনব শুক্লা)র মধ্যেই নিজের স্বামীকে খুঁজে পাই আমি। সমস্ত সীমাড়েখা পার করে দেব। অভিনবের আরও কাছে আসব।”

এ বছরের গোড়ার দিকেই বিগবসের বাড়িতে গিয়ে কনফেশন রুমে বসে বিগবসের কাছে অভিনবের প্রতি নিজের অনুভূতির কথা স্বীকার করেন রাখি। এমনকি নিজের স্বামীর সঙ্গে অভিনবের দেহের তুলনা করে স্বামীকে ‘বডিশেম’ও করেছিলেন রাখি। সে বিষয়ে রাখিকে বিগবস সতর্ক করলে রাখি বলেন, স্বামীকে ঈর্ষাবোধ করানোর জন্যই এমনটা বলেছেন তিনি। এখানেই শেষ নয়, অভিনব এবং তাঁর স্ত্রী রুবিনা যদি কোনও কারণে আলাদা হয়ে যায় সেক্ষেত্রে অভিনবকে বিয়ের প্রস্তাব দেবেন বলেও জানান রাখি সবন্ত।

View this post on Instagram

A post shared by Abhinav Shukla (@ashukla09)

যদিও নেটিযেনদের একাংশের মতে রাখির এই প্রেম-ভালবাসার আখ্যান আদপে পাব্লিসিটি স্টান্ট। বিগবস হাউজে টিকে থাকার এক মরিয়া প্রচেষ্টা। রাখির স্বামীকে নিয়েও রয়েছে ধোঁয়াশা। রাখি দাবি করেন তিনি বিবাহিত। যদিও তাঁর স্বামীর চেহারা আজ পর্যন্ত কেউ দেখতে পারেনি। রাখি জানিয়েছেন তাঁর স্বামী বিদেশে থাকেন। পাপারাৎজির ফ্ল্যাশলাইট থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে চান বলেই ক্যামেরার সামনে আসতে চান না তিনি।