Biplab Chatterjee: ‘শরীর স্পর্শ…!’, শ্লীলতাহানির ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে বিস্ফোরক বিপ্লব চট্টোপাধ্যায়

Tollywood Inside: সকলের মন জয় করেছেন খলনায়কের ভূমিকায়। যদিও সে জায়গা থেকে দাঁড়িয়ে কখনই কোনও অভিযোগের আঙুল ওঠেনি তাঁর দিকে। বরং অভিনেত্রীরা ভীষণ বিশ্বাস করতেন তাঁকে। বিপরীতে থাকা অভিনেত্রীর যেন কোনও সমস্যা না হয়, সব সময় মাথায় চলত সেই চিন্তা।

Biplab Chatterjee: 'শরীর স্পর্শ...!', শ্লীলতাহানির ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে বিস্ফোরক বিপ্লব চট্টোপাধ্যায়
Follow Us:
| Edited By: | Updated on: Dec 03, 2024 | 7:54 PM

বিপ্লব চট্টোপাধ্যায়, টলিপাড়ার অন্যতম সেরা অভিনেতা। দিনের পর দিন পর্দায় যিনি দাপটের সঙ্গে অভিনয় করেছেন। সকলের মন জয় করেছেন খলনায়কের ভূমিকায়। যদিও সে জায়গা থেকে দাঁড়িয়ে কখনই কোনও অভিযোগের আঙুল ওঠেনি তাঁর দিকে। বরং অভিনেত্রীরা ভীষণ বিশ্বাস করতেন তাঁকে। বিপরীতে থাকা অভিনেত্রীর যেন কোনও সমস্যা না হয়, সব সময় মাথায় চলত সেই চিন্তা, TV9 বাংলাকে এমনটাই জানান অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়।

শ্লীলতাহানির ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে কী বললেন অভিনেতা? 

এ এক অনেক বড় দায়িত্ব। অনেক বড়। বিশ্বাসের বিষয়। আমি একবার একটা বোম্বের (মুম্বইয়ের) ছবিতে কাজ করেছিলাম। যিনি অভিনেত্রী ছিলেন, তিনি বলেছিলেন, ‘এই একটা মানুষকে দেখলাম, যিনি পুরো অভিনয়টাই করলেন, কিন্তু আমার শরীর স্পর্শ করলেন না।’ এখন মজা হচ্ছে এগুলো তো কেউ বিশ্বাস করে না। তাই, এখন এই নিয়ে কথা বলি না। তবে একটা কথা বলতে চাই, কারও সৎ ইচ্ছে থাকলে কাজটা বিশ্বাসের সঙ্গে করাই যায়। আমার এমন কোনও উদ্দেশ্য ছিল না যে, আমার সহকর্মীদের অস্বস্তিতে ফেলব। যাতে দর্শকের রক্ত গরম হয়, রাগ হয়, এমনভাবেই কাজটা করতাম। কারণ, আমরা অভিনয়টা জানতাম। এখন যাঁরা অভিনয় জানেন না, তাঁরা কী অন্যায়-অপরাধ করবেন, তা আমি কী করে বলব! সত্যি এটার কোনও প্রয়োজন পড়ে না। আর যদি সহকর্মী হিসেবেই বিশ্বাস করি, তবে তাঁকে তো আমি নিরাপত্তা দেব। আর সকলেই আমার পরিচিত ছিলেন। সকলের সঙ্গে অসম্ভব ভাল সম্পর্ক ছিল।