ছ’তলা আবাসনকে সোনু বানিয়েছেন হোটেল: বৃহম্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন-এর অভিযোগ
কিছুদিন আগে কোভিড সুরক্ষাবিধি ভাঙার অভিযোগ ওঠে সলমন খানের দু’ভাই আরবাজ ও সোহেলের বিরুদ্ধে। এফআইআর দায়ের করে বৃহম্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (BMC)। অভিনেতা সোনু সুদের (Sonu Sood) বিরুদ্ধে জুহুর ছ’তলা আবাসিক ভবনকে হোটেলে রূপান্তর করার অভিযোগ আনে মিউনিসিপ্যাল কর্পোরেশন। View this post on Instagram A post shared by Sonu Sood (@sonu_sood) সংবাদমাধ্যমের […]
কিছুদিন আগে কোভিড সুরক্ষাবিধি ভাঙার অভিযোগ ওঠে সলমন খানের দু’ভাই আরবাজ ও সোহেলের বিরুদ্ধে। এফআইআর দায়ের করে বৃহম্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (BMC)। অভিনেতা সোনু সুদের (Sonu Sood) বিরুদ্ধে জুহুর ছ’তলা আবাসিক ভবনকে হোটেলে রূপান্তর করার অভিযোগ আনে মিউনিসিপ্যাল কর্পোরেশন।
View this post on Instagram
সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, গত ৪ জানুয়ারি অভিনেতা সোনু সুদের বিরুদ্ধে জুহুর এবি নায়ার রোডের শক্তিসাগর নামক এক আবাসিক ভবনকে হোটেলে রূপান্তর করার অভিযোগ আনে বৃহম্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন।
জেনে নিন বিয়াল্লিশে বিপাশা, জন্মদিনে জেনে নিন তাঁর জীবনের ৭ অজানা গল্প: দেখুন ছবি
বিএমসি জুহু পুলিশের কাছে আবেদন করে যে মহারাষ্ট্র অঞ্চল ও নগর পরিকল্পনা আইনের অধীনে সোনু সুদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়। অন্যদিকে সোনু বিমএমসির যাবতীয় অভিযোগ নস্যাৎ করে বলেন যে বিএমসির দ্বারা প্রাপ্ত যাবতীয় অনুমতি তাঁর কাছে ছিল। শুধু মহারাষ্ট্র উপকূলীয় অঞ্চল পরিচালনা কর্তৃপক্ষের ছাড়পত্রের অপেক্ষায় ছিলেন অভিনেতা।
View this post on Instagram
গত অক্টোবরে বিএমসি-র পাঠানো নোটিশের বিরুদ্ধে অভিনেতা সিটি সিভিল কোর্টে আবেদন করেছেন। তবে সোনু কোনও অন্তর্বর্তীকালীন স্বস্তি পাননি। আদালত সোনু সুদকে হাইকোর্টে আবেদন জানানোর জন্য তিন সপ্তাহের সময় দিয়েছিল। তবে সময় পেরিয়ে গেলেও সোনু কোনও পদক্ষেপ নেননি। বিএমসি, এমআরটিপি মহারাষ্ট্র অঞ্চল ও নগর পরিকল্পনা আইনের অধীনে এফআইআর দায়ের করার জন্য পুলিশে আবেদন করেছে।