প্রয়াত বলিউড অভিনেতা রাকেশ পাণ্ডে
ইন্ডিয়ান, দিল চাহতা হ্যায়, অমর প্রেম-এর মতো ছবিতেও দেখা গিয়েছিল তাঁকে। হিন্দির সঙ্গে সঙ্গে ভোজপুরি সিনেমাতেও অভিনয়ের ছাপ ফেলেছিলেন রাকেশ পাণ্ডে। তাঁর প্রয়াণে বলিউডে শোকের ছায়া।

প্রয়াত বলিউডের জনপ্রিয় অভিনেতা রাকেশ পাণ্ডে। শুক্রবার সকাল আটটা নাগাদ মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্য়াগ করেন এই অভিনেতা। সূত্রের খবর, হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন রাকেশ পাণ্ডে। বয়স হয়েছিল ৭৭।
১৯৬৯ সালে মুক্তিপ্রাপ্ত পরিচালক বাসু চট্টোপাধ্য়ায়ের সারা আকাশ ছবি থেকে অভিনয় কেরিয়ার শুরু করেন রাকেশ। প্রথম ছবি থেকেই বলিউডের নজরে পড়েন তিনি। এই ছবির জন্য রাষ্ট্রপতি পুরস্কারেও সাম্মানিত হয়েছিলেন রাকেশ পাণ্ডে। শুধু তাই নয়, ইন্ডিয়ান পিপলস থিয়েটার অ্য়াসোসিয়েশনের সদস্যও ছিলেন অভিনেতা।
ইন্ডিয়ান, দিল চাহতা হ্যায়, অমর প্রেম-এর মতো ছবিতেও দেখা গিয়েছিল তাঁকে। হিন্দির সঙ্গে সঙ্গে ভোজপুরি সিনেমাতেও অভিনয়ের ছাপ ফেলেছিলেন রাকেশ পাণ্ডে। বহু টেলিভিশন ধারাবাহিকেও কাজ করেছেন অভিনেতা। তাঁর প্রয়াণে বলিউডে শোকের ছায়া।





