Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mahie Gill Marriage: কেন হঠাৎ চুপি-চুপি বিয়ে সারলেন মাহি গিল? পুরনো সাক্ষাৎকারে এ ব্যাপারে যা বলেছিলেন অভিনেত্রী

Mahie Gill: ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই চাপা মাহি। ২০১৯ সালে হঠাৎই সকলকে চমকে দেন তাঁর একটি আড়াই বছরের মেয়ে আছে একথা জানিয়ে। অভিনেতা রবির সঙ্গে তাঁর সম্পর্ক কম দিনের নয়। দীর্ঘদিন একসঙ্গে রয়েছেন তাঁরা।

Mahie Gill Marriage: কেন হঠাৎ চুপি-চুপি বিয়ে সারলেন মাহি গিল? পুরনো সাক্ষাৎকারে এ ব্যাপারে যা বলেছিলেন অভিনেত্রী
চুপি-চুপি বিয়ে সারলেন অভিনেত্রী মাহি গিল, কার গলায় দিলেন মালা?
Follow Us:
| Edited By: | Updated on: Apr 18, 2023 | 10:49 AM

‘দেব ডি’, ‘সাহেব বিবি অউর গ্যংস্টার’, ‘বু্দ্ধা ইন এ ট্রাফিক জ্যাম (Budhha In A Trafic Jam)‘-সহ একাধিক ছবিতে অভিনয় করে নজর কেড়েছেন অভিনেত্রী মাহি গিল (Mahie Gill)। তবে নিজের অফ স্ক্রিন জীবনকে লাইম লাইট থেকে সরিয়ে রাখতেই পছন্দ করেন তিনি। বেশ কিছু বছর ধরে লিভ-ইন সম্পর্কে রয়েছেন অভিনেতা রবি কেশরের (Ravi Kesar) সঙ্গে। মাহির একটি ৬ বছরের কন্যাসন্তানও রয়েছে। নাম ভেরোনিকা। এবার সামনে এল বড় খবর। সম্প্রতি হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে মাহি জানান, তিনি বিবাহিত। কবে হল বিয়ে?

ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই চাপা মাহি। ২০১৯ সালে হঠাৎই সকলকে চমকে দেন তাঁর আড়াই বছরের কন্যাসন্তানের ব্যাপারে সকলকে জানিয়ে। অভিনেতা রবির সঙ্গে তাঁর সম্পর্ক কম দিনের নয়। দীর্ঘদিন একসঙ্গে রয়েছেন তাঁরা। পরবর্তীতে বৈবাহিক সম্পর্কেও আবদ্ধ হন তাঁরা। হিন্দুস্তান টাইমসের তরফে মাহির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমরা বিবাহিত।” গোয়াতে ছোট্ট মেয়েকে নিয়ে মাহি ও রবি পেতেছেন সংসার। ২০১৯-এ যখন মেয়ে ভেরোনিকার কথা প্রকাশ্যে আনেন মাহি, তখন তাঁকে বলতে শোনা যায়, “ব্য়ক্তিগত কারণেই নিজের জীবনকে সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখি। আমি একটু লাজুক প্রকৃতির। আমার জীবনে এমন অনেক কিছু ঘটেছে, যা কখনওই প্রকাশ্যে আনিনি।”

এখানেই শেষ নয়, কিছু বছর আগে এক হিন্দি সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রীকে প্রশ্ন করা হয়, বিয়ে কবে করছেন? এই প্রশ্নের উত্তরে তাঁর জবাব ছিল, যে দিন মনে হবে সেদিনই বিয়ে করবেন। তবে বিয়ে না করেও পরিবার আর সন্তান সবই পাওয়া যায়, অকপটে জানিয়েছিলেন অভিনেত্রী। তাই আলাদা করে বিয়ের প্রয়োজনীয়তা আছে বলে তিনি মনে করেন না। যখন তাঁর মনে হবে, তখনই বিয়ের সিদ্ধান্ত নেবেন। অবশেষে সিদ্ধান্ত নেন মাহি। তবে কবে চার হাত এক হয়েছে, খোলসা করে সংবাদমাধ্যমকে মাহি কখনওই জানাননি সেকথা।