‘ছাভা দেখে কাঁদছেন, কিন্তু মহাকুম্ভ নিয়ে…’, স্বরার বিস্ফোরক কথায় ‘স্বর’গরম গোটা দেশ
নিন্দুকরা বলেন, স্বরা ভাস্কর বড্ড ঠোঁটকাটা। আর সেই কারণেই নাকি বলিউড থেকে ব্রাত্য তিনি। তার উপর ফাহাদ আহমদকে বিয়ে করার পর থেকে গেরুয়া শিবিরের চক্ষুশূল তিনি। তবুও স্বরা কিন্তু থামেন না।

নিন্দুকরা বলেন, স্বরা ভাস্কর বড্ড ঠোঁটকাটা। আর সেই কারণেই নাকি বলিউড থেকে ব্রাত্য তিনি। তার উপর ফাহাদ আহমদকে বিয়ে করার পর থেকে গেরুয়া শিবিরের চক্ষুশূল তিনি। তবুও স্বরা কিন্তু থামেন না। একের পর এক বিস্ফোরক কথা বলেই চলেন। এই যেমন, কথা নেই বার্তা নেই ভিকি কৌশলের সদ্য মুক্তি পাওয়া ছাভা ছবির সঙ্গে মহাকুম্ভের পদপিষ্ট ঘটনার তুলনা করে ফস করে এমন এক মন্তব্য করে বসলেন, যা শুনে নেটপাড়ার একাংশ বেজায় ক্ষেপে স্বরা ভাস্করের উপরে।
ঠিক কী বলেছেন স্বরা?
স্বরা তাঁর সোশাল মিডিয়ায় লিখলেন, গোটা বিশ্বে ঘেন্না ও গোঁড়ামি খুবই স্বাভাবিক একটা বিষয় হয়ে উঠেছে আজকাল। সোশাল মিডিয়ায় এই বিদ্বেষকেই পরে দেশপ্রেমের নাম দেওয়া হচ্ছে। এই সমাজে পাঁচশো বছর আগে হিন্দুদের উপর হওয়া আংশিক কাল্পনিক অত্যাচার দেখে বেশি রেগে রয়েছেন। কান্নায় ভেঙে পড়ছেন। কিন্তু মহাকুম্ভে পদপিষ্ট হওয়া ভয়াবহ মৃত্যু দেখে তারাই চুপ। এসব দেখে মনে হচ্ছে এই সমাজের মন ও আত্মার মৃত্যু ঘটেছে।
স্বরার এমন মন্তব্যে নেটপাড়ার একাংশ রীতিমতো অভিনেত্রীর উপর ক্ষুব্ধ। তাঁকে উল্লেখ করে অনেকেই বলছেন, আপনি তো ভালো ছাত্রী ছিলেন, ইতিহাসও নিশ্চয়ই পড়েছেন। রাজা সম্ভাজির উপরে ঔরঙ্গজেবের অত্যাচারটা মোটেই কাল্পনিক নয়। দয়া করে আক্রোশে, ইতিহাসকে অপমান করবেন না!

