AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Akshay Kumar: সে যুগের রানি থেকে এ যুগের দিশা পাটানি— বলিউডের ৫ তুখোড় নায়িকা কেন কাজ করতে চাননি অক্ষয়ের সঙ্গে?

Akshay Kumar: অক্ষয়ের সঙ্গে রানি মুখোপাধ্যায় থেকে শুরু করে রবিনা-দিশাসহ মোট পাঁচজন অভিনেত্রী কাজের অফার ফিরিয়ে দিয়েছিলেন অনায়াসেই। এক এক জনের ছিল এক এক রকম সব কারণ। সেগুলি কী?

| Edited By: | Updated on: Sep 04, 2022 | 7:15 AM
Share
অক্ষয় কুমার। বলিউডে তাঁকে আবার খিলাড়ি কুমার বলেও ডাকা হয়ে থাকে। অক্ষয়ের ভাগ্য বরাবরই সদয় তাঁর উপর। শুধু কি তাই? রয়েছে সুপারহিট ছবি। এ বছরটা খারাপ গেলেও কেরিয়ার গ্রাফ মোটামুটি তাঁর ভালই। এ হেন অক্ষয়ের সঙ্গে রানি মুখোপাধ্যায় থেকে শুরু করে রবিনা-দিশাসহ মোট পাঁচজন অভিনেত্রী কাজের অফার ফিরিয়ে দিয়েছিলেন অনায়াসেই। এক এক জনের ছিল এক এক রকম সব কারণ। সেগুলি কী?

অক্ষয় কুমার। বলিউডে তাঁকে আবার খিলাড়ি কুমার বলেও ডাকা হয়ে থাকে। অক্ষয়ের ভাগ্য বরাবরই সদয় তাঁর উপর। শুধু কি তাই? রয়েছে সুপারহিট ছবি। এ বছরটা খারাপ গেলেও কেরিয়ার গ্রাফ মোটামুটি তাঁর ভালই। এ হেন অক্ষয়ের সঙ্গে রানি মুখোপাধ্যায় থেকে শুরু করে রবিনা-দিশাসহ মোট পাঁচজন অভিনেত্রী কাজের অফার ফিরিয়ে দিয়েছিলেন অনায়াসেই। এক এক জনের ছিল এক এক রকম সব কারণ। সেগুলি কী?

1 / 6
শিল্পা শেট্টির সঙ্গে অক্ষয়ের সে কী প্রেম। কিন্তু ব্রেকআপ হয়েছিল বড় বাজে ভাবে। মুখ দেখাদেখি বন্ধ। আর শিল্পাও ঠিক করে নেন আর কোনওদিন অক্ষয়ের সঙ্গে কাজ করবেন না।

শিল্পা শেট্টির সঙ্গে অক্ষয়ের সে কী প্রেম। কিন্তু ব্রেকআপ হয়েছিল বড় বাজে ভাবে। মুখ দেখাদেখি বন্ধ। আর শিল্পাও ঠিক করে নেন আর কোনওদিন অক্ষয়ের সঙ্গে কাজ করবেন না।

2 / 6
রবিনা টন্ডনের সঙ্গেও যে অক্ষয়ের প্রেম ছিল এ তো সকলেরই জানা। হলুদ শাড়িতে নাচছেন রবিনা, বৃষ্টি ভেজা গায়ে সঙ্গ দিচ্ছেন অক্ষয়-- আইকনিক সেই গান কি ভোলা যায়? অথচ সেই সম্পর্কেও এসেছিল বিচ্ছেদ। রবিনা প্রকাশ্যেই বলেছিলেন অক্ষয় নাকি তাঁর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, তাঁকে ঠকিয়েছেন। একসঙ্গে কাজ তো দূর, মুখ দেখাদেখিও বন্ধ ছিল তাঁদের।

রবিনা টন্ডনের সঙ্গেও যে অক্ষয়ের প্রেম ছিল এ তো সকলেরই জানা। হলুদ শাড়িতে নাচছেন রবিনা, বৃষ্টি ভেজা গায়ে সঙ্গ দিচ্ছেন অক্ষয়-- আইকনিক সেই গান কি ভোলা যায়? অথচ সেই সম্পর্কেও এসেছিল বিচ্ছেদ। রবিনা প্রকাশ্যেই বলেছিলেন অক্ষয় নাকি তাঁর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, তাঁকে ঠকিয়েছেন। একসঙ্গে কাজ তো দূর, মুখ দেখাদেখিও বন্ধ ছিল তাঁদের।

3 / 6
কঙ্গনা দাবি করেছিলেন অক্ষয়ের কেরিয়ারের দুই হিট 'এয়ারলিফট' ও 'রুস্তম'-এর অফার নাকি প্রথমে তাঁর কাছে এসেছিল। তিনি না বলাতেই তা যায় অন্যান্য সব অভিনেত্রীর কাছে। কেন না বলেছিলেন সে প্রশ্নের উত্তরে কঙ্গনা জানিয়েছিলেন দুটি ছবিতেই অক্ষয়ের চরিত্রই ছিল আসল আর বলিউডের কুইনের তো তা একেবারেই পছন্দ নয়।

কঙ্গনা দাবি করেছিলেন অক্ষয়ের কেরিয়ারের দুই হিট 'এয়ারলিফট' ও 'রুস্তম'-এর অফার নাকি প্রথমে তাঁর কাছে এসেছিল। তিনি না বলাতেই তা যায় অন্যান্য সব অভিনেত্রীর কাছে। কেন না বলেছিলেন সে প্রশ্নের উত্তরে কঙ্গনা জানিয়েছিলেন দুটি ছবিতেই অক্ষয়ের চরিত্রই ছিল আসল আর বলিউডের কুইনের তো তা একেবারেই পছন্দ নয়।

4 / 6
এ যুগের হট নায়িকা দিশা পাটানি। পরিচালক আর বালকির এক ছবির জন্য তাঁকে আর অক্ষয়কে ভাবা হয়েছিল। তবে অফার ফিরিয়ে দেন দিশা। কারণ হিসেবে জানিয়েছিলেন তাঁর নাকি ডেট ম্যাচ করছে না।

এ যুগের হট নায়িকা দিশা পাটানি। পরিচালক আর বালকির এক ছবির জন্য তাঁকে আর অক্ষয়কে ভাবা হয়েছিল। তবে অফার ফিরিয়ে দেন দিশা। কারণ হিসেবে জানিয়েছিলেন তাঁর নাকি ডেট ম্যাচ করছে না।

5 / 6
'সংঘর্ষ' ও 'আওয়ারা পাগল দিওয়ানা' ছবিতে অক্ষয়ের বিপরীতে রানিকে নেওয়ার কথা ভেবেছিলেন পরিচালক। কিন্তু রানি রাজি হননি। ফিরিয়ে দিয়েছিলেন অফার। মনে মনে বেজায় চটেছিলেন অক্ষয়। পরবর্তীতে যখন তাঁকে বলা হয় রানির সঙ্গে একটি ছবিতে অভিনয় করতে অক্ষয়ও সেই অফার ফিরিয়ে দেন।

'সংঘর্ষ' ও 'আওয়ারা পাগল দিওয়ানা' ছবিতে অক্ষয়ের বিপরীতে রানিকে নেওয়ার কথা ভেবেছিলেন পরিচালক। কিন্তু রানি রাজি হননি। ফিরিয়ে দিয়েছিলেন অফার। মনে মনে বেজায় চটেছিলেন অক্ষয়। পরবর্তীতে যখন তাঁকে বলা হয় রানির সঙ্গে একটি ছবিতে অভিনয় করতে অক্ষয়ও সেই অফার ফিরিয়ে দেন।

6 / 6