OTT Release: ‘২০০’ দলিত মহিলা আইন তুলে নিল হাতে; ভরা আদালতে চড়াও হল ধর্ষকের উপর!
এক দলিত মহিলার উপর অত্যাচারকে কেন্দ্র করে তৈরি হয়েছে '২০০'। অভিনয়ে আমোল পালেকর, বরুণ সবতি ও 'সাইরাট' খ্যাত অভিনেত্রী রিঙ্কু রাজগুরু।
নিপীড়িত দলিতদের নিয়ে আগেও ছবি হয়েছে। বারবার রুপোলি পর্দায় ফুটে উঠেছে কখনও ‘অঙ্কুর’, কখনও ‘ব্যান্ডিট কুইন’, কখনও ‘চৌরঙ্গ’র মতো ছবি। এবারও একটি নতুন ছবি আসতে চলেছে ওটিটি প্ল্যাট ফর্মে, যাঁর পটভূমি দলিতদের লড়াই। মৌলিক গল্প। এক দলিত মহিলার উপর অত্যাচারকে কেন্দ্র করে তৈরি হয়েছে ‘২০০’। অভিনয়ে আমোল পালেকর, বরুণ সবতি ও ‘সাইরাট’ খ্যাত অভিনেত্রী রিঙ্কু রাজগুরু।
View this post on Instagram
বাস্তবেও দলিত মহিলাদের উপর অত্যাচারের ঘটনা বারবার খবরের কাগজের শিরোনামে উঠে এসেছে।সেরকমই একটি গল্প নিয়ে তৈরি হয়েছে এই ছবি। জাত-পাত হিংসার বিরুদ্ধে ২০০ জন দলিত মহিলা প্রতিবাদী রূপ ধারণ করেন। যে কারণে ছবির নামই রাখা হয়েছে ‘২০০’। প্রতিবাদে তাঁরা আইন তুলে নেন নিজেদের হাতে। এক অত্যাচারী গ্যাংস্টার, ডাকাত, খুনি ও ধর্ষকের উপর চড়াও হন ভরা আদালতেই।
ছবির প্রযোজক ইডলি ফিল্মস। পরিচালক বাঙালি, সার্থক দাশগুপ্ত। অন্যান্য অভিনেতাদের তালিকায় রয়েছেন সাহিল খাট্টার, সালোনি বাত্রা, ইন্দ্রনীল সেনগুপ্ত ও উপেন্দ্র লিমায়ে। ছবির বিষয়ে কথা বলতে গিয়ে প্রযোজক সিদ্ধার্থ আনন্দ কুমার বলেন, “খুব শক্তিশালী একটি চিত্রনাট্য নিয়ে তৈরি হচ্ছে ‘২০০’। গল্পটি সরাসরি বাস্তব থেকে উঠে আসে। দারুণভাবে সময় উপযোগী। এই সময়ে দাঁড়িয়ে এই ধরনের গল্প বলা আমাদের খুবই প্রয়োজন হয়ে পড়েছিল। আমরা সবসময়ই এমন গল্প বেছেছি, যার সমাজকে কিছু বলার আছে। কিছু বার্তা দেওয়ার আছে। জাতি, ধর্ম, বিচার ব্যবস্থা এবং নীপিড়নের বিরুদ্ধে কথা বলে এই ছবি। ছবিটি অনেকগুলি প্রশ্ন তুলবে। দর্শককে ভাবিয়ে তুলবে।”
আরও পড়ুন: Raj Kundra Case Update: ছাড়া পেলেন না রাজ কুন্দ্রা; ১৪ দিনের জেল হেফাজতে শিল্পার স্বামী
Raj Kundra Case Update: “পর্নোগ্রাফি করার কী দরকার ছিল?” বিপর্যস্ত শিল্পা জিজ্ঞেস করেন রাজকে