e Amir Khan Property: প্রায় ৫০টি বাড়ি, গ্যারাজ ভর্তি বহুমূল্যের গাড়ির সারি, 'রাজা' আমির! - Bengali News | Aamir Khan’s Expensive Possessions from Luxurious House In Beverly Hills, BMW Car To Rs 15 Crore Panchgani Bungalow | TV9 Bangla News

Amir Khan Property: প্রায় ৫০টি বাড়ি, গ্যারাজ ভর্তি বহুমূল্যের গাড়ির সারি, ‘রাজা’ আমির!

Amir Khan Birthday: অভিনয়ের পাশাপাশি আসবাবের ব্যবসাও রয়েছে আমিরের। বেঙ্গালুরুতে রয়েছে সেই ব্যবসা।

Amir Khan Property: প্রায় ৫০টি বাড়ি, গ্যারাজ ভর্তি বহুমূল্যের গাড়ির সারি, রাজা আমির!
আমির খান।

| Edited By: Sneha Sengupta

Mar 14, 2022 | 5:15 PM

আর তিন বছর পর সিনিয়র সিটিজেন হবেন আমির খান। তাঁর বয়স ছোঁবে ৬০টের ঘর। আজ (১৪ মার্চ, ২০২২) আমির খানের জন্মদিন। আজকের দিনে তাঁর অগুনতি অনুরাগী, হিতৈষী শান্ত হয়ে বসে নেই। প্রিয় অভিনেতাকে ভরিয়ে দিয়েছেন শুভেচ্ছায়। অনেকেই মনে করছেন ‘ফাইন ওয়াইন’-এর মতো বয়স্ক হচ্ছেন আমির। ক্রমেই প্রমাণ করছেন তাঁর কাছে বয়স কেবলই একটি সংখ্যা মাত্র। শুধু তাই কি! বলিউডের অন্যতম ধনী তারকাদের তালিকায় রয়েছেন আমিরের নাম। জানেন কী কী বহুমূল্যবান সম্পদ আছে তাঁর?

বিএমডাব্লিউ ৭ সিরিজ়ের একটি গাড়ি আছে মিস্টার পারফেকশনিস্টের। পরিচালক ও প্রাক্তন স্ত্রী কিরণ রাও তাঁকে উপহার দিয়েছিলেন সেই গাড়ি। ৪.৪ কোটি টাকার বেল্টলে গাড়িও রয়েছে আমিরের গ্যারাজে।

বিএমডাব্লিউ ও বেন্টলে গাড়ির পাশাপাশি রোলস রয়েস কুপ গাড়িটিও রয়েছে আমিরের সংগ্রহে। সেই গাড়ির বৈশিষ্ট্য – সেটি বুলেটপ্রুফ। এখানেই থেমে নেই বিষয়টি। গাড়িবিলাসী আমিরের চার চাকার তালিকায় রয়েছেন একটি সাদা রঙের রেঞ্জ রোভারও। রয়েছে মার্সিডিজ় বেঞ্জ, সেটিও বুলেটপ্রুফ।

৬৫ কোটি টাকার বাড়িতে থাকেন আমির। বান্দ্রায় অবস্থিত সেই বাড়িতে রয়েছে বহুমূল্যবান আসবাব ও জিনিসপত্র। পঞ্চগামীতে ২ একরের সম্পত্তি আছে তাঁর। সেই বাংলোর দাম ১৫ কোটি। কেবল মুম্বইয়ে নয়, শামশাবাদে ২২টি বাড়ি আছে আমিরের। সর্বসাকুল্যে সেই বাড়িগুলির অর্থ ৩০ কোটি টাকা। অভিনয়ের পাশাপাশি আসবাবের ব্যবসাও আছে আমিরের। বেঙ্গালুরুতে রয়েছে সেই ব্যবসা।

বেশ কয়েক বছর ধরে ‘লাল সিং চাড্ডা’ ছবিতে কাজ করছেন আমির। সেই ছবিতে তাঁর বিপরীতে রয়েছেন করিনা কাপুর খান। অদৈত চন্দনের ছবিটিতে অভিনয় করেছেন নাগার্জুনার পুত্র নাগা চৈতন্যও। এটিই তাঁর প্রথম বলিউড ছবি।

আরও পড়ুন: Bollywood Gossip: আমিরের বাড়িতে গিয়ে অভুক্ত দীপিকা! ২২ বছর আগের অভিমান আজও মনে গেঁথে

আরও পড়ুন: The Kashmir Files: বক্স অফিসে দারুণ সাফল্য! ‘দ্য কাশ্মীর ফাইলস’ নিয়ে সোমবার সাংবাদিকদের মুখোমুখি হবেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী

আরও পড়ুন: Viral Photo: শুভশ্রীর কোলের শিশুটিকে চিনতে পারছেন! নেটদুনিয়ার প্রিয় খুদে স্টারকে দেখে অবাক ভক্তমহল