Rakhi Sawant: পাঁজর থেকে স্বামী রিতেশের ট্যাটু শেষমেশ মুছলেন রাখি, বললেন, ‘আমি পাগল ছিলাম…’

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Apr 30, 2022 | 9:32 AM

Rakhi Sawant Tattoo: ট্যাটু করা যেমন কঠিন ও যন্ত্রণাদায়ক, ট্যাটু তোলাও তেমনই। ট্যাটু তুলতে বেগ পেতে হয়েছে রাখিকে। তিনি আহ্-উহ্ করেছেন।

Rakhi Sawant: পাঁজর থেকে স্বামী রিতেশের ট্যাটু শেষমেশ মুছলেন রাখি, বললেন, আমি পাগল ছিলাম...
রাখি সাওয়ান্ত; স্বামী রিতেশের সঙ্গে রাখি (ডানদিকে)।

Follow Us

রাখি সাওয়ান্তের স্বামী কে, তাই নিয়ে বিস্তর আলোচনা হয়েছে একটা সময়। তিনি কি বিবাহিত? এই প্রশ্নও ঘুরপাক খেয়েছে। মানুষের মনে অনেক প্রশ্ন ছিল এই নিয়ে। রাখির স্বয়ংবরও হয়েছে টেলিভিশনের পর্দায়। কিন্তু শেষমেশ জানা যায়, রাখি বিয়ে করেছেন একজনকে। এবং তাঁর স্বামীকে তিনি নিয়ে আসেন ‘বিগ বসে’। সেই পুরুষের নাম রিতেশ সিং। ‘বিগ বস’ শেষ হওয়ার পর রাখি ও তাঁর বিয়ে ভেঙে যাওয়ার খবরও আসে। রিতেশকে ভালবেসে তাঁর নামের ট্যাটু করেছিলেন রাখি। শরীরের ডানদিকে পাঁজরের ঠিক উপরে ছিল রিতেশ নাম লেখা ট্যাটু। সঙ্গে দু-একটা হার্ট সাইন। বিয়েটাই যখন আর নেই, সেই ট্যাটু রেখে লোক হাসিয়ে তো লাভ নেই। তাই ট্যাটু পার্লারে চলে গিয়েছিলেন রাখি। রিতেশের নামের ট্যাটু মোছাই ছিল তাঁর একমাত্র উদ্দেশ্য।

ট্যাটু পার্লারে গিয়ে একটি ভিডিয়ো শুট করে নিজের বক্তব্য রেখেছেন রাখি। সেই ভিডিয়োতে উন্মুক্ত পাঁজর দেখিয়ে রাখি বলেছেন, “অবশেষে রিতেশ নাম লেখা ট্যাটু মুছতে এসেছি আমি… অবশেষে…।” শরীর থেকে রক্ত বের করে ট্যাটু আঁকা হয়। যন্ত্রণা হয় খুব। কিন্তু তাও লোকে ট্যাটু করান। নিজের প্রিয়জনের নাম খোদাই করেন শরীরে। কিংবা কোনও প্রিয় জিনিসের। একমাত্র ট্যাটু নিয়েই মানুষ মৃত্যুর কোলে ঢোলে পড়তে পারেন। আর কিছু নিয়ে যেতে পারেন না সঙ্গে। সেই আবেগ থেকেই ট্যাটু করিয়েছিলেন রাখি। কিন্তু সেই ট্যাটু তিনি আর রাখতেই চাননি।

ট্যাটু করা যেমন কঠিন ও যন্ত্রণাদায়ক, ট্যাটু তোলাও তেমনই। ট্যাটু তুলতে বেগ পেতে হয়েছে রাখিকে। তিনি আহ্-উহ্ করেছেন। তারপর সেই ভিডিয়োতেই বলেছেন, “এই জন্য কাউকে ভালবেসে ট্যাটু করানোই উচিত না। পাগলের কারবার…”

আরও পড়ুন: Bollywood Gossip: কঙ্গনাকে দেখে যৌনতায় মত্ত জন নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়েছিলেন, রক্ত বের করে দিয়েছিলেন…

আরও পড়ুন: Dev: অস্কার পেলেন দেব! আবেগে ভাসছে পরিবার ও তাঁর অনুরাগীরা

আরও পড়ুন: Saoli Chattopadhyay: আমার কিছু-কিছু অন্তরঙ্গ সিন কেটে ইউটিউবে ছেড়ে দেওয়া হয়েছে: শাঁওলি চট্টোপাধ্যায়

আরও পড়ুন: Dibyojyoti Dutta: রাজামৌলির ছবিতে সুযোগ পাওয়ার আপ্রাণ চেষ্টা করছেন বাংলা সিরিয়ালের দিব্যজ্যোতি দত্ত? নিত্যদিন চলছে মেহনত!

Next Article