Dev: অস্কার পেলেন দেব! আবেগে ভাসছে পরিবার ও তাঁর অনুরাগীরা

Dev-Tollywood Achievement: সক্কাল-সক্কাল সুখবরটি দেব নিজেই শেয়ার করেছেন তাঁর ফেসবুক ওয়ালে। অনুরাগী ও সিনেমাপ্রেমীরা তাঁকে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন।

Dev: অস্কার পেলেন দেব! আবেগে ভাসছে পরিবার ও তাঁর অনুরাগীরা
সুপার স্টার দেব।
Follow Us:
| Edited By: | Updated on: May 03, 2022 | 2:54 PM

দেবের জীবনে যে ঘটনা কোনওদিনও ঘটেনি, সেটি ঘটে গেল গতকাল। গতকাল, মানে শুক্রবার (২৯.০৪.২০২২)। এদিনই মুক্তি পেল দেব অভিনীত ও প্রযোজিত নতুন বাংলা ছবি ‘কিশমিশ’। ঘটনাটি ‘কিশমিশ’-কে নিয়ে ঘটেছে, আবার ‘কিশমিশ’কে নিয়ে নয়ও। আসলে বিষয়টি ঘটেছে দেবের বাবা গুরুপদ অধিকারীকে নিয়ে। প্রতিবারের মতো দেবের ছবি মুক্তি পেলে সপরিবারে বাবা-মা-বোন সেটি হলে দেখতে যান। ‘কিশমিশ’-এর বেলাতেও এর ব্যতিক্রম হয়নি। কিন্তু ছবি দেখে এসে কোনওদিনও কোনও চিঠি গুরুপদবাবু লেখেননি তাঁর পুত্রকে। এবার সেটাই ঘটে গেল। ছেলের অভিনীত ও প্রযোজিত ছবি দেখে এসে তাঁকে একটি চিঠি লিখছেন দেবের বাবা। সেটাই শেয়ার করেছেন দেব। এবং সক্কাল সক্কাল পোস্ট করেছেন নিজের ফেসবুক ওয়ালে। কী লিখেছেন দেবের বাবা?

তিনি লিখেছেন, “কিশমিশ সুপার ডুপার হিটস” (“Kishmish Super duper Hetes”)। অর্থাৎ বাবার থেকেই প্রথম রিভিউ পেলেন দেব। বিষয়টা তাঁর কাছে স্পেশ্যাল তো হবেই। তিনি দেখেন একটি কাগজের পাতায় গোটা গোটা অক্ষরে এমন কথা লিখে দরজায় আটকে রেখেছেন বাবা। যাতে সকালে ঘুম থেকে উঠেই সেটি চোখে পড়ে দেবের। বাবার থেকে ছবির প্রথম রিভিউ পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েছেন দেবও। তিনি তাঁর ফেসবুক পোস্টে লিখেছেন,

“আজ পর্যন্ত আমার ৩৯ বছরের এই জীবনে আমার বাবা আমাকে একটি চিঠিও লেখেনি। প্রতিটা সিনেমার মতো আজকেও আমার বাবা এবং আমার পরিবার এসেছিল ‘কিশমিশ’ (Kishmish) সিনেমাটি দেখতে। সিনেমা শেষ হওয়ার পর ব্যস্ততার কারণে বাবার কাছে জানতে পারিনি কেমন লেগেছে সিনেমাটা। সব শেষে যখন বাড়ি ফিরলাম তখন দেখলাম দরজার বাইরে বাবা লিখেছে ‘Kishmish Super duper Hetes’…
আজকে যেন মনে হল বাবাকে জীবনে প্রথমবার গর্ববোধ করাতে পারলাম। #Kishmish আপনাদের কতটা ভাল লাগবে তা আমার জানা নেই। কিন্তু আজকের দিনের এই অনুভূতিটা আমার কাছে ‘কিশমিশ’-এর মত মিষ্টি হয়ে থাকবে সারা জীবন। সিনেমার ভাষায় আজ যেনও অস্কার পেলাম।”

আরও পড়ুন: EXCLUSIVE Aparna Sen: ‘দ্য রেপিস্ট’ ছবিতে ধর্ষককে সমবেদনার দৃষ্টিভঙ্গীতে দেখিয়েছেন অপর্ণা সেন…

আরও পড়ুন: EXCLUSIVE Satyajit Ray: মুকুলের স্বার্থে ‘ছোট্ট নায়ক’-এর প্রযোজককে ফোন করেছিলেন খোদ সত্যজিৎ, অস্কারজয়ীর জন্মদিনে স্মৃতিচারণ কুশলের

আরও পড়ুন: Tollywood Breakups: একসঙ্গে অনেকটা সময় কাটাই সৃজলার সঙ্গে, তাই গুঞ্জন: শন বন্দ্যোপাধ্যায়