Vivek Agnihotri-The Delhi Files:  দিল্লির কোন ঘটনা এবার বিবেকের ছবির বিষয় হতে চলেছে?

Vivek Agnihotri-The Delhi Files: বিবেকের প্রথম ফাইলস ছবি ছিল 'দ্য তাসখন্ড ফাইলস'। ১৯৬৬ সালে তদানীন্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর রহস্যময় মৃত্যুর উপর তৈরি ছিল এই ছবি।

Vivek Agnihotri-The Delhi Files:  দিল্লির কোন ঘটনা এবার বিবেকের ছবির বিষয় হতে চলেছে?
বিবেকের পরবর্তী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Apr 15, 2022 | 10:08 PM

বিবেক অগ্নিহোত্রী তাঁর ‘ফাইলস’ সিরিজের তৃতীয় ছবির নাম ঘোষণা করলেন। এবার তিনি দিল্লির উপর ছবি করতে চলেছেন। ছবির নাম দ্য দিল্লি ফাইলস। দ্য কাশ্মীর ফাইলস ছবির সাফল্যের পর শুক্রবার নিজের টুইটারে তিনি তাঁর পরবর্তী কাজের পরিকল্পনার কথা জানালেন। টুইটে বিবেক লিখেছেন, “চার বছর ধরে সততার সঙ্গে যে কাজ আমরা করেছি, যাঁরা দ্য কাশ্মীর ফাইলস দেখেছেন, তাঁদের সকলকে ধন্যবাদ। আমার ছবির জন্য বেশি সময় লেগেছে ঠিকই, কিন্তু কাশ্মীরী পণ্ডিতদের উপর যে অবিচার হয়েছে, তা সাধারণ মানুষের কাছে ঠিক মতো পৌঁছে দেওয়া খুব জরুরি ছিল। এবার আমার পরবর্তী ছবির কাজে হাত দেওয়ার সময়। আর তা দ্য দিল্লি ফাইলস”।

ছবির বিষয় নিয়ে পুরোপুরি কিছু বলেননি বিবেক। তবে ছবির মোশন পিকচারসে একটি শিখ শিশুর ছবি দেখে আন্দাজ করা যাচ্ছে, দিল্লিতে শিখদের উপর হওয়া কোনও ঘটানাকে নিয়েই তিনি তাঁর পরবর্তী ছবি করবেন। কে কে অভিনয় করবেন, তাও জানা যায়নি। তাঁর আগের দুটো ফাইলস ছবিতে তাঁর স্ত্রী পল্লবী যোশী ছিলেন। আর ছিলেন মিঠুন চক্রবর্তী। দিল্লি ফাইলসেও কি এঁরা থাকবেন? উত্তর সঠিক সময়ে জানাবেন পরিচালক।

বিবেকের প্রথম ফাইলস ছবি ছিল ‘দ্য তাসখন্ড ফাইলস’। ১৯৬৬ সালে তদানীন্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর রহস্যময় মৃত্যুর উপর তৈরি ছিল এই ছবি। সেই ছবিতে শ্বেতা প্রসাদ বসু গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন।

১৯৯০ সালে কাশ্মীরী পণ্ডিতদের উপত্যকা থেকে বিতারিত করার ঘটনার উপর তৈরি তাঁর দ্বিতীয় ফাইলস ছবি দ্য কাশ্মীর ফাইলস। ছবিতে অনুপম খের কাশ্মীরী পণ্ডিতের ভূমিকায় অভিনয় করেন। ছিলেন দর্শন কুমার গুরুত্বপূর্ণ চরিত্রে।

আরও পড়ুন-Abhishek Bachchan-Dasvi:  অভিষেক বচ্চনকে দেখে অনুপ্রাণিত জেলবন্দিরা কী করলেন?

আরও পড়ুন-Yash-KGF – Chapter 2:  একের পর এক ইতিহাস সৃষ্টি করছে ‘কেজিএফ-২’

আরও পড়ুন-Kartik Aaryan-Bhool Bhulaiyaa 2: ‘আমি যে তোমার’ গানের মধ্যে দিয়ে কার্তিক ফিরিয়ে আনলেন মঞ্জুলিকা স্মৃতি!