Bollywood Gossip: শাহিদকে বিয়ে করবেন না, কোন ছবি দেখার পর সাফ জানিয়েছিলেন মীরা? গোপন তথ্য ফাঁস

Viral News: কোন ছবি দেখার পর শাহিদের থেকে মুখ ফিরিয়েছিলেন মীরা, নিজেই সম্পর্কের গোপন তথ্য সামনে আনলেন শাহিদ কাপুর।

Bollywood Gossip: শাহিদকে বিয়ে করবেন না, কোন ছবি দেখার পর সাফ জানিয়েছিলেন মীরা? গোপন তথ্য ফাঁস
Follow Us:
| Edited By: | Updated on: Apr 06, 2022 | 9:33 AM

শাহিদ কাপুর ও মীরা রাজপুত, এক কথায় বলতে গেলে বলিউডের এই পাওয়ার কপিলকে কে না পছন্দ করেন। তাঁদের কেমিষ্ট্রি থেকে শুরু করে তাঁদের মধ্যে থাকা সম্পর্কের বন্ডিং, এক কথায় সবটাই হিট। নিজের মত করে সংসারকে গুছিয়ে নিয়ে দিব্য আছেন এই দুই স্টার। নিজেকে সিনে দুনিয়া থেকে সরিয়ে এনে শাহিদের সঙ্গে চুটিয়ে সংসারেই মত্ত রয়েছেন এখন মীরা। তবে কোনও সমস্যাই কি সামনে আসেনি এই জুটির!

এসেছেন, আর তা নিজে মুখে স্বীকার করে নিলেন শাহিদ কাপুর। ম্রুণাল ঠাকুরের সঙ্গে পরবর্তী ছবি জার্সিতে দেখা যাবে শাহিদ কাপুরকে। ছবির গল্প অনুযায়ী সম্পর্কের টানাপোড়েনে সংসার ভাঙার ছবি বর্তমান। বাস্তবে কি এমনই কোনও কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে শাহিদ কাপুরকে! এমনই প্রশ্ন করার ফলে বেরিয়ে এলো গোপন ফাণ্ডা। নিজের ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুললেন তিনি। না, বিয়ের পরবর্তীতে কোনও অশান্তির আভাস নয়। বরং তাঁদের যখন দেখাশোনা করে বিয়ের দিনক্ষণ স্থির করা হচ্ছিল, ঠিক সেই সময় মীরা রাজপুত বলে সলেছিলেন তিনি শাহিদ কাপুরকে বিয়ে করবেন না। ছবির নাম উড়তা পঞ্জাব। এই ছবিতে শাহিদের লুক চেনা ছকের থেকে অনেকটা আলাদা। আর তাতেই বেজায় আপত্তি ছিল মীরা রাজপুতের।

চিনতে অস্বস্তি হয় তাঁর, স্থির করেছিলেন আর একটু ভেবে দেখবেন। যদিও স্বামী হিসেবে শাহিদ কতটা দায়িত্ব নিতে পারেন, কতটা কেয়ারিং তা বিয়ের পর প্রতিটা পদে পদে মালুম পেয়েছেন মীরা। আর সেই কারণেই বর্তমানে তাঁদের জুটি হিট। একটা সময় একের পর এক ভাল ছবি উপহার দিয়ে সকলের নজর কেড়েছেন তাঁরা। বর্তমানে সিনেদুনিয়া থেকে মীরা সরে দাঁড়িয়ে দিব্য আছেন শাহিদের সঙ্গে। আর শাহিদ কাপুর এখন ব্যস্ত তাঁর আগামী ছবির কাজ নিয়ে। কবীর সিং ব্যপক সাফল্য অর্জন করার পর এবার লক্ষ্যে জার্সি। এই ছবির প্রচারেই এখন ব্যস্ত রয়েছেন তিনি।