AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bollywood News: রোহিত-অজয় জুটির ‘সিঙ্ঘম ৩’ কবে মুক্তি পাবে জানেন?

Ajay Devgn: ইন্ডাস্ট্রি সূত্রে খবর, পরিচালক রোহিত শেট্টি নাকি এ বার সিঙ্ঘম এর তৃতীয় পার্ট তৈরিতে মন দিতে চান। অবশ্যই মুখ্য ভূমিকায় থাকবেন অজয় দেবগণ।

Bollywood News: রোহিত-অজয় জুটির ‘সিঙ্ঘম ৩’ কবে মুক্তি পাবে জানেন?
অজয় দেবগণ।
| Edited By: | Updated on: Nov 06, 2021 | 6:06 PM
Share

‘সিঙ্ঘম’। বলিউড ইন্ডাস্ট্রি এটা যেন অভিনেতা অজয় দেবগণের আরও একটা নাম। চরিত্রের নামে অভিনেতাদের নাম হয়ে যাওয়া বিচিত্র নয়। অজয়ও তার ছবির নামে তথা চরিত্রের নামে পরিচিত। শোনা যাচ্ছে ‘সিঙ্ঘম ৩’-এর তৈরি সংক্রান্ত বিষয় নিয়ে এ বার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন নির্মাতারা। খুব তাড়াতাড়ি সে সিদ্ধান্ত প্রকাশ্যে ঘোষণ করা হবে।

আপাতত বক্স অফিসে রাজত্ব করছে অক্ষয় কুমার অভিনীত ‘সূর্যবংশী’। মুক্তির পর থেকে এখনও পর্যন্ত দর্শকের বড় অংশের প্রশংসা আদায় করে নিয়েছে এই ছবি। ইন্ডাস্ট্রি সূত্রে খবর, পরিচালক রোহিত শেট্টি নাকি এ বার সিঙ্ঘম এর তৃতীয় পার্ট তৈরিতে মন দিতে চান। অবশ্যই মুখ্য ভূমিকায় থাকবেন অজয় দেবগণ। খুব তাড়াতাড়ি এই ছবির শুটিং শুরু করতে চান রোহিত। সব কিছু ঠিক থাকলে ২০২৩-এর স্বাধীনতা দিবসে মুক্তি পেতে পারে এই ছবি। সেই লক্ষ্য নিয়েই নাকি তৈরি হচ্ছে গোটা টিম।

শোনা যাচ্ছে, আসন্ন এই ছবিতে দেখা যেতে পারে অক্ষয় কুমার এবং রণবীর সিংয়েরও অভিনয়। তারকাদের কাছে ইতিমধ্যেই প্রস্তাব চলে গিয়েছে। তাঁরা চিত্রনাট্য পড়ে রাজি হয়েছেন কি না, তা এখনও স্পষ্ট নয়। ছবি সংক্রান্ত সব কিছু নিয়েই আর কয়েকদিনের মধ্যে ঘোষণা হবে বলে মনে করছেন বলি মহলের বড় অংশ। কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে ভারত-পাক সম্পর্কের উপর নাকি তৈরি হবে এই ছবি।

অজয়ের আরও একটি ছবির জন্য অপেক্ষায় রয়েছেন দর্শক। আর তা হল, রাম চরণ-এর ‘আরআরআর’। এই ছবিতে আলিয়া ভাটের সঙ্গে অভিনয় করেছেন অজয় দেবগণ। চলতি বছরের মধ্যেই এই ছবির পোস্ট প্রোডাকশনের কাজ শেষ হয়ে যাবে বলে খবর। কিন্তু এখনও করোনা পরিস্থিতির জন্য যেহেতু অধিকাংশ সিনেমা হলের পরিস্থিতি ভাল নয়, এখনও আগের মতো দর্শক হলমুখী হচ্ছেন না, সে কারণেই রিলিজের সিদ্ধান্ত পিছিয়ে দিয়েছেন বলে নির্মাতাদের তরফে জানানো হয়েছে।

সদ্য পরিবারের সঙ্গে দিওয়ালি সেলিব্রেট করেছেন অজয়। সেলিব্রেশনের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেছিলেন তিনি। অজয়ের শেয়ার করা ছবিতে ছেলে যুগ ছাড়াও ছিলেন তাঁর বোন নীলম দেবগণের দুই ছেলে আমন এবং দানিশ গান্ধী। অজয় ক্যাপশনে লিখেছিলেন, ‘নিউ বিগিনিং, ওল্ড ট্র্যাডিশনস্। উইশ ইউ অ্যান্ড ইওর ফ্যামিলি আ ভেরি হ্যাপি নিউ ইয়ার’।

আরও পড়ুন, Diwali 2021: পুরনো গানের তালে মায়ের সঙ্গে নেচে নস্ট্যালজিক হৃতিক