Akshay Kumar: ১৫ দিনে শুটিং শেষ করবেন অক্ষয়! ‘ওহ মাই গড’-এর সিক্যুয়েল নিয়ে পঙ্কজে নামছেন ফ্লোরে
বর্তমানে আনন্দ এল রাই পরিচালিত ‘রক্ষা বন্ধন’-এর কাজ শেষ করার পথে অক্ষয়।
‘বচ্চন পান্ডে’-তে একসঙ্গে কাজ করার পর ফের অক্ষয় কুমার এবং পঙ্কজ ত্রিপাঠীকে দেখা যাবে ‘ওহ মাই গড ২’ ছবিতে। এও খবর যে প্রথম ছবি অর্থাৎ ‘ওহ মাই গড’ ছবিটির পরিচালনা করেছিলেন উমেশ শুক্লা কিন্তু ‘ওএমজি’র সিক্যুয়েল পরিচালনা করছেন অমিত রাই। এখন শোনা যাচ্ছে বহুল প্রতীক্ষিত সিক্যুয়েল অগাস্ট মাসের শেষের দিকে থেকে পঙ্কজ ত্রিপাঠিকে নিয়ে ফ্লোরে নামতে চলেছে।
“নির্মাতারা আগস্টের শেষ থেকে ‘ওহ মাই গড ২’ শুরু করতে চাইছেন। প্রথম কয়েক দিন পঙ্কজ ত্রিপাঠি ও ইয়ামি গৌতম দিয়ে কাজ শুরু হবে। অন্যদিকে ছবিতে ঈশ্বরের চরিত্রে অভিনীত অক্ষয় কুমার একমাস পরে শুটিংয়ে যোগ দেবেন। এই ছবিতে তাঁর প্রায় ১৫ দিনের কাজ রয়েছে, ” ফিল্ম ঘনিষ্ঠ এক সূত্রের খবর। তিনি আরও বলেন, প্রথম অংশের মতো অক্ষয় ফিলেমে মূল ভূমিকা পালন করেছেন।
সূত্র আরও জানিয়েছেন, “মাঝারি বাজেটের ছবি শেষ করতে অক্ষয়ের সাধারণত ৩০ থেকে ৩৫৪ দিন সময় নেন। তবে ‘ওহ মাই গড’ ফ্র্যাঞ্চাইজির টেমপ্লেট দেওয়ার পরে, তিনি ১৫ থেকে ২০ দিনের ব্যবধানে তার শুটিংয়ের অংশগুলো শেষ করবেন।”
যাঁরা জানেন না, তাঁদের জন্য খবর, ছবির সিক্যুয়েল থেকে বাদ পড়ে গিয়েছেন পরেশ। তাঁর পরিবর্তে ‘ওহ মাই গড-২’তে থাকছেন পঙ্কজ ত্রিপাঠি। ছবির সিক্যুয়েলটি অক্ষয় এবং অশ্বিন ভার্দে প্রযোজনা করছেন। তবে ‘ওহ মাই গড-২’ শুটে যাওয়ার আগে অক্ষয় রঞ্জিত তিওয়ারি পরিচালিত অ্যাকশন থ্রিলারের শুটিং শুরু করতে যুক্তরাজ্যে পাড়ি দেবেন।
অক্ষয় অগাস্টের প্রথম সপ্তাহে যুক্তরাজ্যে যাবেন, এবং তার আগামী ছবিটির শুটিং শুরু করবেন ২০ অগাস্টের আসপাশে। অন্যদিকে খিলাড়ি হাতে রয়েছে ‘রাম সেতু’, যার শুটিং অক্টোবরের পর থেকে শ্রীলঙ্কায় করা হবে বলে ধারণা করা হচ্ছে। তিনি বর্তমানে আনন্দ এল রাই পরিচালিত ‘রক্ষা বন্ধন’-এর কাজ শেষ করার পথে। ২১ শে জুন ছবিটির শুটিং শুরু হয়।
আরও পড়ুন Cadbury: ক্যাডবেরিতে গোমাংস! বয়কটের দাবিতে উত্তাল নেটমাধ্যম