AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Alia Bhatt-Kangana Ranaut: শেষমেশ মুখ খুললেন আলিয়া, ফুৎকারে ওড়ালেন কঙ্গনার কটাক্ষ

Alia Bhatt-Gangubai Kathiawadi: মাথাই ঘামাচ্ছেন না আলিয়া। তাঁর ফোকাস কেবল ছবি মুক্তির দিকেই।

Alia Bhatt-Kangana Ranaut: শেষমেশ মুখ খুললেন আলিয়া, ফুৎকারে ওড়ালেন কঙ্গনার কটাক্ষ
'গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি'।
| Edited By: | Updated on: Feb 24, 2022 | 12:48 AM
Share

এক খুদের মুখে ‘গাঙ্গুবাই’-এর সংলাপ শুনে অবাক হয়েছিলেন আলিয়া ভাট। ব্যাপক ভাইরাল হয় সেই ভিডিয়ো। নেট দুনিয়ায় ভিডিয়ো আপলোড হতেই আপত্তি তোলেন কঙ্গনা রানাওয়াত। ইনস্টাগ্রামে এসে বাচ্চা মেয়েটির বাবা-মাকে উদ্দেশ্য করে পোস্টও করেন কঙ্গনা। হাতে সিগারেট নিয়ে ছোট মেয়ে আলিয়াকে নকল করছে, ব্যাপারটি নিয়ে তীব্র বিরোধিতা করেন ‘মণিকর্ণিকা’। এখানেই থামেননি কঙ্গনা, ট্যাগ করেছেন ইউনিয়ন মিনিস্টার স্মৃতি ইরানিকেও। বলেছেন, সরকারের কঠিন পদক্ষেপ নেওয়া উচিত এই সব বাবা-মায়ের বিরুদ্ধে, যাঁরা ছোট ছোট শিশুদের এই ধরনের অভিনয় সমর্থন করছেন। কঙ্গনার এই পোস্টের পর এবার মুখ খুলেছেন আলিয়াও।

ইন্ডিয়া ডট কমকে আলিয়া জানিয়েছেন, তিনি ভিডিয়োটির মধ্যে অশোভন কিছুই দেখতে পাননি। তিনি মনে করেন বাবা-মায়ের অনুমতি ও তাঁদের চোখের সামনে ঘটেছে ঘটনাটি। আলিয়া বলেছেন, “বাচ্চা মেয়েটির বাবা-মা, দিদি কিংবা কোনও প্রিয়জনের যদি বিষয়টি নিয়ে আপত্তি না থাকে আমার মনে হয় না এটা নিয়ে মাথা ঘামানোর কিছু আছে…”

অনেক দিন থেকে আলিয়ার বিরুদ্ধে নানা কিছু বলছেন কঙ্গনা। ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ মুক্তির তারিখ ২৫ ফেব্রুয়ারি। আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। ছবি মুক্তির আগেই আলিয়াকে তুলোধনা করেছেন কঙ্গনা রানাওয়াত। ছাড় পাননি ছবির পরিচালক সঞ্জয় লীলা ভনশালিও। কঙ্গনা বলেছেন, “একজন মুভি মাফিয়া বাবার ব্রিটিশ পাসপোর্টের অধিকারী পরীর কারণে আগামী সপ্তাহে দু’শো কোটি টাকা আগুনে পুড়ে ছাই হয়ে যাবে। কারণ সেই অভিনেত্রীর বাবা প্রমাণ করতে চায় রমকম বিম্বও অভিনয় করতে পারে।” ইনস্টাগ্রাম স্টোরিতে কঙ্গনার ঘোষণা – ‘গাঙ্গুবাই’ এর ২০০ কোটি আগামী সপ্তাহে আগুনে পুড়ে ছাই হয়ে যাবে।

এখানেই থামেননি কঙ্গনা। তিনি আরও লেখেন, “এই ছবির সবচেয়ে বড় ড্র ব্যাক হল ভুল কাস্টিং। এরা আর শুধরোবে না।”

আরও পড়ুন: Amitabh Bachchan: ‘বিজয়’ নামে বিজয়ী অমিতাভ, ২০টির ও বেশি ছবিতে অভিনয় ওই নামেই

আরও পড়ুন: Sukesh Chandra Shekhar’s Targets: কেবল জ্যাকলিন নন, সুকেশের নিশানায় ছিলেন সারা, জাহ্নবী ও ভূমি

আরও পড়ুন: Ranbir-Alia Marriage: রণবীর কাপুরের সঙ্গে বিয়ে বাতিল করলেন আলিয়া ভাট?