Amitabh Bachchan: পুলিশের গাড়ির সামনে মাথা নিচু, চোখে লজ্জা, ‘গ্রেফতার’ অমিতাভ?
Amitabh Bachchan: একটি ছবি, আর সেই ছবি নিয়েই এখন চারিদিকে জোরাল চর্চা। গ্রেফতার হলেন অমিতাভ বচ্চন? যে ছবি ভাইরাল হয়েছে সেই ছবিতে দেখা যাচ্ছে মাথা নিচু করে পুলিশের গাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছেন বিগ-বি। চোখে মুখে অস্বস্তি-লজ্জা। ছবিটি শেয়ার করা হয়েছে আবার অমিতাভ বচ্চনের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকেই। সেখানে ক্যাপশনে লেখা, 'গ্রেফতার'।
একটি ছবি, আর সেই ছবি নিয়েই এখন চারিদিকে জোরাল চর্চা। গ্রেফতার হলেন অমিতাভ বচ্চন? যে ছবি ভাইরাল হয়েছে সেই ছবিতে দেখা যাচ্ছে মাথা নিচু করে পুলিশের গাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছেন বিগ-বি। চোখে মুখে অস্বস্তি-লজ্জা। ছবিটি শেয়ার করা হয়েছে আবার অমিতাভ বচ্চনের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকেই। সেখানে ক্যাপশনে লেখা, ‘গ্রেফতার’। এর পরেই প্রশ্ন উঠেছে, তবে কি সত্যিই ট্র্যাফিক আইন ভাঙার জন্য বড় খেসারত দিতে হল তাঁকে? জেনে নিন সত্যিটা। দিন কয়েক আগেই এক বাইক আরোহীর পিছনে চেপে একটি ছবি পোস্ট করেছিলেন অমিতাভ। শুধু তাই নয়, ছবি পোস্টের সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে ধন্যবাদ জানিয়ে তিনি লেখেন, “এই রাইডের জন্য ধন্যবাদ বন্ধু। আমি আপনাকে চিনি না। কিন্তু আপনি আমাকে সময়ের মধ্যে কাজের জায়গায় পৌঁছে দিলেন। অনেক তাড়াতাড়ি পৌঁছে গেলাম ট্র্যাফিক জ্যামকে টেক্কা দিয়ে।” তিনি আরও জানান, ওই ব্যক্তির পরিচয় তিনি না জানলেও ‘দুঃসময়’-এ তিনি যে সাহায্য করেছেন সেই কারণে ওই ব্যক্তির কাছে তিনি ঋণী। অমিতাভ ও ওই ব্যক্তি দু’জনের মাথাতেই ছিল না হেলমেট। তা নজর এড়ায়নি নেটিজেনদের। এরপরেই মুম্বই পুলিশকে ট্যাগ করে অনেকেই লেখেন, “সাধারণ যখন এমনটা করেন আপনারা মোটা টাকা জরিমানা করেন। আর এ ক্ষেত্রে কি তারকা বলে তাঁরা ছাড় পেয়ে যাবেন?” লাগাতার অভিযোগের পর উত্তর দেয় মুম্বই পুলিশও। তাদের তরফে জানানো হয়, ইতিমধ্যেই ঘটনাটি মুম্বই ট্র্যাফিক শাখার কাছে তুলে ধরা হয়েছে। তারাই ব্যবস্থা নেবে। এরপরেই ওই ‘অ্যারেস্টেড’ লেখা ছবি পোস্ট করেছেন অমিতাভ। সত্যি কি দোষী তিনি? না, তিনি দোষী নন, তাঁর দাবি ট্র্যাফিক আইনও ভাঙেননি তিনি। মুম্বই পুলিশও তাঁকে গ্রেফতার করেনি। তবে বিগত বেশ কিছু দিন ধরে তাঁকে গ্রেফতারের দাবিতে সোশ্যাল মিডিয়ায় যে দাবি উঠেছে, সেই কটাক্ষেরই উত্তরই দিলেন যেন বিগ-বি। অনেক প্রশ্নের উত্তর দিলেন নিজস্ব স্টাইলে, অন্তুত তেমনটাই মনে করছেন নেটিজেনরা।
View this post on Instagram
কেন জরিমানা হল না অমিতাভের? হেলমেট ছাড়া বাইক চড়ায় যখন তাঁর বিরুদ্ধে সরব নেটিজেন, অমিতাভ নিজের ব্লগে জানিয়েছিলেন সত্যিটা। লিখেছিলেন, “আসল ব্যাপারটা হল এটা একটা শুটিংয়ের অংশ। রবিবার ছিল। শুটের জন্য ব্যালারড এস্টেটের একটি গলিতে অনুমতি নেওয়া ছিল। রবিবার ছিল বলে সব অফিসও বন্ধ ছিল। কোনও ট্র্যাফিকও ছিল না। যে গলিতে শুটিং হচ্ছিল তা মাত্র ৩০ থেকে ৪০ মিটার। এই যে পোশাকটা পরে আছি সেটা কিন্তু ওই ছবিরই। আর যার বাইকে বসে আছি তিনি শুটিং টিমেরই এক সদস্য। আমি মজা করেছি, বোকা বানিয়েছি। কোথাও যাইনি বাইকে করে। কিন্তু সবাইকে বলেছি সময় বাঁচানোর জন্য।” এখানেই না থেমে তিনি আরও যোগ করেন, “সবার চিন্তার জন্য ধন্যবাদ। ধন্যবাদ আমায় ট্রোল করার জন্যও। আসলে সব কিছু হাতের বাইরে বেরিয়ে যাচ্ছিল। সবাইকে সরি। একটা ভুল ধারণা দেওয়ার জন্য। আমি ট্র্যাফিকের কোনও নিয়ম লঙ্ঘন করিনি।” তবে অমিতাভের জরিমানা না হলেও অনুষ্কা শর্মার কিন্তু সম্প্রতি বিনা হেলমেটে বাইক চড়ার জন্য জরিমানা হয়। কম সময়ে কাজে পৌঁছনোর জন্য নিরাপত্তারক্ষীর বাইকে চড়েছিলেন অনুষ্কা। তাঁদের দুজনের মাথাতেও ছিল না হেলমেট।