AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Amitabh Bachchan: ‘প্রাক্তন সাংসদ হিসেবে জানতে চাইছি…’, নতুন সংসদ ভবনের নকশা নিয়ে খোঁচা অমিতাভের?

Amitabh Bachchan: নতুন সংসদ ভবন উদ্বোধন হওয়ার পর থেকেই কিন্তু শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। আগেই এই উদ্বোধন অনুষ্ঠান বয়কট করেছিল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, আপ-সহ মোট ২০টি বিরোধী দল। উদ্বোধনের পরও অবশ্য বিতর্ক থামেনি। কংগ্রেস থেকে শুরু করে বিভিন্ন বিরোধী দলের নেতারা তীব্র আক্রমণ শানিয়েছেন প্রধানমন্ত্রী তথা কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে।

Amitabh Bachchan: 'প্রাক্তন সাংসদ হিসেবে জানতে চাইছি...', নতুন সংসদ ভবনের নকশা নিয়ে খোঁচা অমিতাভের?
খোঁচা অমিতাভের?
| Edited By: | Updated on: May 28, 2023 | 2:15 PM
Share

নতুন সংসদ ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার অর্থাৎ ২৮ মে সকাল সাড়ে সাতটা নাগাদ নয়া সংসদ ভবন চত্বরে পৌঁছন মোদী। পুজো-যজ্ঞের মাধ্যমে লোকসভার স্পিকার ওম বিড়লা উপস্থিতিতে প্রধানমন্ত্রী উদ্বোধন করেন এই সংসদ ভবন। রাজকীয় আয়োজনে যখন সারা দেশে উদ্বেলিত ঠিক তখনই বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনের এক টুইট নিয়ে উঠতে শুরু করেছেন নানা প্রশ্ন। নয়া ভবনটি ত্রিভুজাকার। আয়তনে পুরোনো ভবনটির থেকে ১০ শতাংশ ছোট। লোকসভা, রাজ্যসভার পাশাপাশি সেন্ট্রাল লাউঞ্জ এবং সংসদীয় কর্তৃপক্ষের কার্যালয়ও রয়েছে এই নতুন ভবনে। ময়ূরের আদলে লোকসভা ও পদ্মফুলের আদলে রাজ্যসভার কক্ষের নকশা দেখে যখন দেশবাসী প্রশংসা করছে, ঠিক তখনই সংসদ ভবনের নকশা নিয়েই অমিতাভের মনে জাগল বেশ কিছু প্রশ্ন। নতুন সংসদ ভবনের জন্য শুভেচ্ছা জানিয়ে তিনি লেখেন, ” একজন প্রাক্তন সাংসদ হিসেবে আমার প্রশ্ন, যে নকশা করা হয়েছে তার নেপথ্যে পৌরাণিক, ধর্মতাত্ত্বিক, জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত কী কারণ রয়েছে?” অমিতাভের ওই টুইটের পর থেকেই নেটমাধ্যমে নানা ধরনের মন্তব্যের আনাগোনা। কেউ বলছেন, বিগ-বি সত্যি জানতে চান এ হেন নকশার নেপথ্যের কারণ। আবার কারও মতে খোঁচা দিলেন বিগ-বি।

প্রসঙ্গত, নতুন সংসদ ভবন উদ্বোধন হওয়ার পর থেকেই কিন্তু শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। আগেই এই উদ্বোধন অনুষ্ঠান বয়কট করেছিল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, আপ-সহ মোট ২০টি বিরোধী দল। উদ্বোধনের পরও অবশ্য বিতর্ক থামেনি। কংগ্রেস থেকে শুরু করে বিভিন্ন বিরোধী দলের নেতারা তীব্র আক্রমণ শানিয়েছেন প্রধানমন্ত্রী তথা কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে। কংগ্রেস যেমন নরেন্দ্র মোদীকে ‘আত্মমুগ্ধ কর্তৃত্ববাদী প্রধানমন্ত্রী’ বলেছে, তেমনই এনসিপি নেত্রী সুপ্রিয়া সুলের মতে নয়া সংসদ ভবন উদ্বোধন অনুষ্ঠান ছিল অসম্পূর্ণ । অন্যদিকে লালুপ্রসাদ যাদবের দল আরজেডি সংসদ ভবনকে তুলনা করেছেন কফিনের সঙ্গে। চলছে নানা আলোচনা-পাল্টা আলোচনা।